Advertisement
Advertisement
CWC 2023

CWC 2023: নিউজিল্যান্ডের জয়ে শীর্ষস্থান হাতছাড়া ভারতের, আজই কি পুনরুদ্ধার?

বুধবার আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড।

CWC 2023: New Zealand unseats India on top spot | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 19, 2023 9:35 am
  • Updated:October 19, 2023 1:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানদের বিরুদ্ধে কিউয়িদের দাপুটে জয়। আর তাতেই বদলে গেল আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ( CWC 2023) পয়েন্ট টেবিলের চালচিত্র। ভারতকে সরিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে জাঁকিয়ে বসে পড়ল নিউজিল্যান্ড। অর্থাৎ পঞ্চমীতে বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে শীর্ষস্থান পুনরুদ্ধারটাও লক্ষ্য থাকবে রোহিত শর্মাদের (Rohit Sharma)।

বুধবার ৯ বলের ব্যবধানে নিউজিল্যান্ডের স্কোরটা ১০৯/১ থেকে ১১০/৪ হয়ে যেতেই প্রশ্নটা মাথাচাড়া দিয়েছিল, তবে আরও একটা আফগান রূপকথা দেখবে এবারের বিশ্বকাপ? শেষপর্যন্ত অবশ্য কোনও রূপকথা তৈরি হল না নির্মম কিউয়ি দাপটে। চেন্নাইয়ের চেনা স্পিনিং ট্র্যাকে আফগান ঘূর্ণি শান্ত করে ২৮৮/৬ স্কোরে দলকে পৌঁছে দিলেন গ্লেন ফিলিপস (৭১), টম ল্যাথামরা (৬৮)। যে স্কোরের ভিত উইল ইয়ংয়ের (৫৪) হলে, ফিনিশার মার্ক চ্যাপম্যান (১২ বলে ২৫ নঃআঃ)। জবাবে মাত্র ১৩৯ রানেই গুটিয়ে গেল আফগানরা। ফার্গুসনের (৩/১৯) পেস আর স্যান্টনারের স্পিনে (৩/৩৯) রীতিমতো হাঁসফাঁস করলেন রহমানুল্লাহ গুরবাজ (১১), হাসমাতুল্লাহ শাহিদিরা (৮)। সঙ্গে আগুন ঝরালেন বোল্ট (২/১৮) এবং হেনরি (১/১৬)। 

Advertisement

[আরও পড়ুন: Abhishek Banerjee: ‘আমি ধর্মের রাজনীতি করি না’, ডায়মন্ড হারবার থেকে বিজেপিকে তোপ অভিষেকের

সবমিলিয়ে ১৪৯ রানে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠার পাশাপাশি সেমিফাইনালের পথে আরও এগিয়ে গেল নিউজিল্যান্ড (New Zealand)। আফগানদের বিরুদ্ধে এই বিরাট জয়ে আরও একটা ব্যাপার যেটা হল কিউয়িরা নেট রান রেটেও অনেকটা এগিয়ে গেল। সবকটা ম্যাচ ভাল ব্যাবধানে জেতার দরুণ আপাতত তাঁদের নেট রান রেট +১.৯২৩। অবশ্য নেট রান রেটে পিছিয়ে নেই ভারতও। টিম ইন্ডিয়ার নেট রান রেট +১.৮২১। অর্থাৎ আজ বাংলাদেশকে মোটামুটি ব্যবধানে হারাতে পারলেই ভারত (Team India) পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে।

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: ‘ভারতকে বাংলাদেশ হারালেই…’, পাকিস্তানি নায়িকার মোহময়ী প্রস্তাব]

অষ্টমীর দিনই আবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলা ভারতের। বিশ্বকাপে ভারতের মতোই দুর্দান্ত ছন্দে কিউয়িরা। ওই ম্যাচের আগে বাংলাদেশকে হারিয়ে আজ শীর্ষস্থান পুনর্দখল করতে চাইবে টিম ইন্ডিয়া।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement