Advertisement
Advertisement

Breaking News

ইকরাম

বিশ্বকাপে দল হতাশ করলেও শচীনের রেকর্ড ভাঙলেন এই আফগানি ব্যাটসম্যান

খালি হাতে তালিকার সবশেষে থেকেই দেশে ফিরছেন নবিরা।

ICC World Cup: Afghanistan's Ikram Ali breaks Sachin Tendulkar's record
Published by: Sulaya Singha
  • Posted:July 5, 2019 6:09 pm
  • Updated:July 5, 2019 6:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে তাবড় তাবড় দলের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে আফগানিস্তানকে। অভিজ্ঞতার ঝুলি ভরতি হলেও পয়েন্টের বিচারে খালি হাতেই ফিরতে হল রশিদ খানদের। ন’ম্যাচের একটিও জিততে পারেননি আফগানরা। বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল লড়াই করেও শেষরক্ষা হয়নি। তবে এ ম্যাচে আফগান ব্যাটসম্যান ইকরাম আলি যা করলেন, তাতে তাঁর কাছে এই বিশ্বকাপ নিঃসন্দেহে চিরস্মরণীয় হয়ে রইল।

কী করলেন আফগানি উইকেটকিপার? ২৭ বছর আগে শচীন তেণ্ডুলকরের তৈরি রেকর্ড ভেঙে দিলেন ইকরাম। ১৯৯২ সালে ১৮ বছর বয়সি মাস্টার ব্লাস্টার বিশ্বকাপে ৮৪ রান করেছিলেন। সেটাই ছিল কনিষ্ঠতম কোনও ব্যাটসম্যানের বিশ্বকাপে সর্বোচ্চ রান। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে হেডিংলিতে ৯২ বলে ৮৬ রান করে সেই রেকর্ড টপকে গেলেন ১৮ বছরের ইকরাম। ম্যাচ শেষে উচ্ছ্বসিত তরুণ ব্যাটসম্যান বলেন, “তেণ্ডুলকরের মতো কিংবদন্তির রেকর্ড ভাঙতে পেরে গর্ববোধ করছি। দারুণ লাগছে।”

Advertisement

[আরও পড়ুন: আম্পায়ারের সঙ্গে বিতর্কের জের, ২ ম্যাচ নির্বাসিত হতে পারেন কোহলি!]

শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার কুমার সঙ্গাকারার ভক্ত ইকরাম বলছিলেন, “ব্যাট হাতে নামলেই সঙ্গকারাকে ভেবে খেলি। গুরুত্বপূর্ণ মুহূর্তে ওঁ যেভাবে স্ট্রাইক রোটেট করে বাউন্ডারি হাঁকাতেন, সেটাই অনুসরণ করার চেষ্টা করি। আফগানিস্তানের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ৮৬ রান করতে পেরে আমি খুশি। ভেবেছিলাম, শতরান করতে পারব। কিন্তু হয়নি। তবে এই বড় রানটাই আমায় আত্মবিশ্বাস দিচ্ছে। দেশে ফিরে আরও বেশি পরিশ্রম করব। আশা করি জাতীয় দলের জার্সি গায়ে একদিন সেঞ্চুরিও করতে পারব।”

লক্ষ্মীবারে টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩১১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২৮৮ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। যেখানে সর্বোচ্চ স্কোরার ইকরাম। তবে আফসোস একটাই, তাঁর অনবদ্য ইনিংসেও দল জয়ের মুখ দেখল না ফলে পয়েন্ট টেবিলে শূন্য নিয়ে সবার নিচে থেকেই দেশে ফিরছেন নবিরা।

[আরও পড়ুন: সেমিফাইনালে কে হবে ভারতের প্রতিদ্বন্দ্বী? কী বলছে অঙ্কের হিসাব?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement