Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2024

আফগানদের জয়ে জমজমাট বিশ্বকাপের গ্রুপ ওয়ান, কোন অঙ্কে সেমিতে কারা?

এখন যা পরিস্থিতি গ্রুপের কোনও দলই সেমিতে নিশ্চিত নয়। আবার অঙ্কের বিচারে চার দলেরই কমবেশি সম্ভাবনা আছে।

ICC World Cup 2024: Here are the equations of group one
Published by: Subhajit Mandal
  • Posted:June 23, 2024 10:23 am
  • Updated:June 23, 2024 10:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সহজ জয়। বাংলাদেশের বিরুদ্ধে অনায়াস জয় অজিদের। প্রথমে মনে হয়েছিল বিশ্বকাপের গ্রুপ ওয়ান থেকে ফেভারিট দুই দল ভারত এবং অস্ট্রেলিয়া অনায়াসেই উঠে যাবে শেষ চারে। কিন্তু তার পরই টুইস্ট। অস্ট্রেলিয়াকে হারিয়ে গ্রুপ ওয়ানের লড়াই জমিয়ে দিল আফগানিস্তান। এখন যা পরিস্থিতি গ্রুপের কোনও দলই সেমিতে নিশ্চিত নয়। আবার অঙ্কের বিচারে চার দলেরই কমবেশি সম্ভাবনা আছে।

ভারত: ২ ম্যাচের দুটোই জিতে এই মুহূর্তে সেমির দৌড়ে সবচেয়ে এগিয়ে ভারতই। ২ ম্যাচে টিম ইন্ডিয়ার সংগ্রহ ৪ পয়েন্ট। নেট রান রেট +২.৪২৫। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিতলে গ্রুপের প্রথম দল হিসাবে সেমিতে যাবে ভারত। আবার হারলেও সেই হারের ব্যবধান যদি বড় না হয়, তাহলে টিম ইন্ডিয়ার শেষ চারে যাওয়া নিয়ে সংশয় থাকার কথা নয়।

Advertisement

[আরও পড়ুন: হার্দিকের দাপট ও কুলদীপের স্পিনে কুপোকাত বাংলার বাঘ! সেমি কার্যত নিশ্চিত রোহিতদের]

অস্ট্রেলিয়া: আফগানদের কাছে হারে জটিল হয়েছে অজিদের সেমিফাইনাল ভাগ্য। দুই ম্যাচে তাঁদের সংগ্রহ ২ পয়েন্ট। নেট রান রেট +০.২২৩। অস্ট্রেলিয়ার চিন্তা হল শেষ ম্যাচে তাঁদের খেলতে হবে টিম ইন্ডিয়ার বিরুদ্ধে। অস্ট্রেলিয়ার জন্য ওই ম্যাচ কার্যত মরণ-বাঁচন। ভারতকে হারানোর পরও অস্ট্রেলিয়াকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে। ওই ম্যাচে আফগানিস্তান বড় ব্যবধানে জিতলে জটিল হবে অজিদের অঙ্ক। যদি ভারতের কাছে অজিরা হারে সেক্ষেত্রে আফগানিস্তানকে বাংলাদেশের কাছে হারতে হবে, তবেই নেট রান রেটের বিচারে সুযোগ থাকবে অস্ট্রেলিয়ার।

Advertisement

[আরও পড়ুন: NEET বিতর্কের মাঝেই কড়া পদক্ষেপ, NTA-এর ডিজিকে সরাল শিক্ষামন্ত্রক]

আফগানিস্তান: অজিদের হারিয়ে সেমির লড়াইয়ে ঢুকলেও আফগানদের অঙ্ক এখনও জটিল। দুই ম্যাচে তাঁদেরও সংগ্রহ ২ পয়েন্ট। নেট রান রেট -০.৬৫০। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে হারাতেই হবে। তার পর রশিদদের তাকিয়ে থাকতে হবে ভারতের দিকে। টিম ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়াকে হারায়, তাহলে সেমিতে চলে যাবে আফগানিস্তান। আবার রশিদরা যদি বাংলাদেশকে বিরাট ব্যবধানে হারান, তাহলে অস্ট্রেলিয়া জিতলেও তাঁদের জন্য সেমির রাস্তা খুলতে পারে। তবে সেটা কার্যত অসম্ভবের অঙ্ক। আফগানরা বাংলাদেশের কাছে হারলে কোনও অঙ্কই কাজ করবে না।

বাংলাদেশ: বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিয়েছে বাংলাদেশ। জটিল অঙ্কের হিসাবে একটা সুযোগ তাঁদের আছে। শেষ ম্যাচে আফগানদের বিরুদ্ধে বিরাট ব্যবধানে জিততে হবে। পাশাপাশি অস্ট্রেলিয়াকেও ভারতের কাছে বড় ব্যবধানে হারতে হবে। তাহলে শাকিবদের জন্য সেমির দরজা খুললেও খুলতে পারে। সেক্ষেত্রে ভারত বাদে তিন দলের পয়েন্ট হবে ২। নেট রান রেটে যারা এগিয়ে থাকবে তারাই যাবে সেমিতে। তবে নেট রান রেটে অস্ট্রেলিয়াকে টপকানো টাইগারদের জন্য দুঃসাধ্য মনে হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ