সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরের মাটিতে বিশ্বজয়ের লক্ষ্য নামছে টিম ইন্ডিয়া। ১২ বছরের অপেক্ষার অবসান ঘটাতে বিরাট কোহলি-রোহিত শর্মারা (Rohit Sharma) বদ্ধপরিকর। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের কীভাবে সামলানো যাবে, স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নারদের কীভাবে রুখতে হবে, এসব নিয়ে টিম ম্যানেজমেন্ট যখন কৌশল তৈরিতে ব্যস্ত, তখন আরও একটা বিষয় মাথায় রাখতে হচ্ছে তাদের। সেটা হল আবহাওয়া।
আসলে গত কয়েকদিন তামিলনাড়ুজুড়েই বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। চেন্নাইতেও ছিটেফোঁটা বৃষ্টির আঁচ ছিল। তবে সমর্থকদের স্বস্তির খবর, রবিবার সেভাবে বৃষ্টির পূর্বাভাস নেই চিপকের আশেপাশে। এদিন সকাল থেকে চেন্নাইয়ের আবহাওয়া উজ্বল। তবে যেটা আশঙ্কার সেটা হল সারাদিনই কমবেশি আকাশ মেঘলা থাকার পূর্বাভাস রয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত মোটামুটি আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টির পূর্বাভাস ৫-১০ শতাংশ মাত্র। রাত সাড়ে ১১টার পর বৃষ্টির সম্ভাবনা ১৭ শতাংশ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সেভাবে বৃষ্টির আশঙ্কা না থাকলেও আকাশে আকাশে মেঘ থাকতে পারে গোটা দিনই। সেই সঙ্গে বিকালের দিকে হালকা বাতাসও বইতে পারে। যা খেলার ফলাফলে বিরাট প্রভাব ফেলতে পারে। কারণ মেঘলা আকাশ এবং হাওয়া বইলে অনেক সময় পেস বোলাররা খানিকটা হলেও বাড়তি সুবিধা পান। খানিকটা হলেও সুইং পান বোলাররা। অস্ট্রেলিয়ার হাতে স্টার্ক, কামিন্সদের মতো পেসাররা রয়েছেন। স্বাভাবিকভাবেই চিন্তা খানিক বাড়বে ভারতের।
তবে টিম ইন্ডিয়া (Team India) নিজেদের মতো পরিকল্পনা সেরে ফেলেছে। এমনিতেই চেন্নাইয়ের পিচ স্পিনারদের সহায়তা করে। সেদিকে নজর রেখে চিপকে সম্ভবত ৩ স্পিনার নিয়েই নামবে ভারত। সেক্ষেত্রে দুই পেসার হবেন বুমরাহ এবং সিরাজ। সেই সঙ্গে থাকবেন হার্দিক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.