Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: বিশ্বকাপের মধ্যেই ফের উসকে গেল ‘আম’ বিতর্ক, ব্যাপারটা কী?

হঠাৎ কেন আম বিতর্ক?

ICC World Cup 2023: Virat Kohli takes on Naveen-ul-Haq, Lucknow Super Giants back with 'mango' tweet | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 11, 2023 3:40 pm
  • Updated:October 11, 2023 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিশ্বকাপেও ঢুকে পড়ল ‘আম’ বিতর্ক। আইপিএলে যে আম কাণ্ড দীর্ঘদিন শিরোনামে ছিল, সেটাই ফের মাথাচাড়া দিয়ে উঠল নবীন উল হকের আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মজাদার সোশাল মিডিয়া পোস্টে।

নবীন উল হক এবং বিরাট কোহলি, দুই ক্রিকেটারের নাম গুগল সার্চ ইঞ্জিনে টাইপ করলেই বেরিয়ে আসে আইপিএলের (IPL) সেই তিক্ত অভিজ্ঞতার খবর। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB) ও লখনউ সুপারজায়ান্টস ম্যাচে কোহলি ও নবীনের মধ্যে ঝামেলা সপ্তমে চড়ে। পরে আসরে নামেন লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। সেই ঘটনার জল গড়ায় বহুদূর। মাঠের মধ্যেই তরুণ আফগান বোলারকে জুতো দেখানোর অভিযোগ ওঠে বিরাটের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদ করতে গিয়েই বচসায় জড়িয়ে পড়েন নবীন।

[আরও পড়ুন: বয়কট বিতর্কের মধ্যেই ‘পুরনো বন্ধু’রা মোদির পাশে, নতুন সংসদের উদ্বোধনে থাকছে একাধিক দল]

সেই কাণ্ডের রেশ মাঠের বাইরেও বারবার চোখে পড়েছে। সুযোগ পেলেই সোশ্যাল মিডিয়ায় কোহলিকে কটাক্ষ করে চলেছেন নবীন (Naveen Ul Haq)। কখনও সোশ্যাল মিডিয়ায় আম খাওয়ার ছবি দিয়ে, কখনও আবার ‘মিম’ পোস্ট করে প্রাক্তন ভারত অধিনায়ককে বিঁধেছেন তিনি। পালটা আম খাওয়ার ছবি পোস্ট করে নবীনকে ট্রোল করেন বিরাটের সতীর্থরাও। গোটা আইপিএলেই সেই আম খাওয়া নিয়ে চরম বিতর্ক এবং রসিকতা দুটোই হয়েছে।

[আরও পড়ুন: নয়া সংসদ ভবনের উদ্বোধনের পর কী হবে পুরনো ভবনের? কী বলছে মোদি সরকার?]

সেই আম খাওয়া পর্ব ফির এল বিশ্বকাপেও। আফগানিস্তান দলে নবীন সুযোগ পাওয়ার পরই অবশ্য সোশাল মিডিয়ায় গুঞ্জন শুরু হয়েছিল। সেই গুঞ্জনে হাওয়া দিল নবীন উল হকের আইপিএল ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার কিংসের মজার পোস্টে। এদিন লখনউ ফ্র্যাঞ্চাইজি এক্স হ্যান্ডেলে একটি আমের ছবি পোস্ট করেছে। তাঁর সঙ্গে আবার মজার ক্যাপশন, “আজ আম খাওয়া ঠিক নয়।” সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে গিয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement