সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপের (ICC World Cup) দামামা বেজে গিয়েছে। মাত্র ১০০দিন পরেই বিশ্বসেরার ট্রফি ছিনিয়ে নিতে লড়াই শুরু করবে দশটি দল। বিশ্বকাপের সূচিও ঘোষণা হয়ে গিয়েছে। এই সময়ে বিরাট কোহলির (Virat Kohli) একটি সাক্ষাৎকার প্রকাশ করল আইসিসি। সেখানেই কিং কোহলি জানিয়েছেন, ভারতের কোন মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছেন তিনি।
২০১১ সালে জীবনের প্রথমবার বিশ্বকাপ খেলেছিলেন বিরাট কোহলি। মাত্র ২৩ বছর বয়সেই বিশ্বকাপ জেতেন তিনি। সেদিনের তরুণ কোহলি আজ সেরা ক্রিকেটারদের মধ্যে অন্যতম। তাই এবার ভারতের মাটিতে খেলার অন্যরকম অনুভূতি, মত বিরাটের। সিনিয়র ক্রিকেটার হিসাবে কীভাবে দায়িত্ব নিয়ে খেলতে হয়, সেটাও ভালভাবে উপলব্ধি করেছেন। কেরিয়ারের এরকম সময়ে আবারও ঘরের মাটিতে বিশ্বকাপ (Cricket World Cup 2023) খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কোহলি।
মেগা টুর্নামেন্টের ১০০ দিন বাকি থাকা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানেই কোহলি বলেন, “ঘরের মাঠে বিশ্বকাপ খেলার অনুভূতিটা অসাধারণ। ২৩ বছর বয়সে একবার ঘরের মাঠে খেলেছি। তখন বুঝতাম না সিনিয়র খেলোয়াড়দের উপর কত দায়িত্ব থাকে। এখন বুঝি ঘরের মাঠে বিশ্বকাপ খেলার সময়ে সিনিয়রদের কত দায়িত্ব নিতে হয়। আমি খুব খুশি যে দ্বিতীয়বার ঘরের মাঠে বিশ্বকাপ (CWC 2023) খেলার সুযোগ পাচ্ছি।”
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই মাঠেই আবার খেলার জন্য মুখিয়ে রয়েছেন বিরাট। তিনি বলেন, “২০১১ সালের সেই স্মৃতিগুলো মনে করেই আবারও মুম্বইতে খেলতে চাই। ওই পরিবেশটা আবার উপভোগ করতে চাই।” প্রসঙ্গত, কোয়ালিফায়ার ২ দলের বিরুদ্ধে গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলবে ভারত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.