Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: রোহিত ১০, বিরাট ৩, আফগানিস্তান ম্যাচে যে রেকর্ডগুলো ভাঙলেন ভারতের দুই মহীরুহ

একই দিনে শচীনের দুই রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি।

ICC World Cup 2023: Virat Kohli and Rohit Sharma breaks several records | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 12, 2023 9:11 am
  • Updated:October 12, 2023 9:11 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচে তিনি ফিরেছিলেন শূন্য রানে। সমালোচনাও শুনতে হয়েছিল। বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চেনালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আরও একবার বুঝিয়ে দিলেন বয়সের ভারে তিনি শেষ হয়ে যাননি। সেই সঙ্গে গড়ে ফেললেন একগুচ্ছ নজির।

আফগানদের বিরুদ্ধে এক ইনিংসেই যে রেকর্ডগুলি গড়লেন রোহিত:

Advertisement

১। বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৭)
২। বিশ্বকাপে যুগ্ম দ্রুততম হাজার রান (১৯ ইনিংস)
৩। ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি (৬৩ বল)
৪।  সবচেয়ে বেশি বয়সি অধিনায়ক হিসাবে বিশ্বকাপে সেঞ্চুরি (৩৬ বছর ১৬৪ দিন)
৫। ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির তালিকায় তৃতীয় (৩১টি)
৬। বিশ্বকাপে রান তাড়া করে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ স্কোর (১৩১)
৭। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ছক্কা (৫৫৬)
৮। বিশ্বকাপে ভারতীয়দের মধ্যে সর্বাধিক ছক্কা (২৮)
৯। একমাত্র ব্যাটার হিসাবে চার বছর পঞ্চাশের বেশি ছক্কা
১০। পাওয়ার প্লে-তে এক ম্যাচে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান (৭৬)

[আরও পড়ুন: বয়কট বিতর্কের মধ্যেই ‘পুরনো বন্ধু’রা মোদির পাশে, নতুন সংসদের উদ্বোধনে থাকছে একাধিক দল]

একা রোহিত নন, আফগানদের বিরুদ্ধে একাধিক রেকর্ড ভেঙেছেন ভারতীয় দলের আরেক মহীরুহ বিরাট কোহলিও (Virat Kohli)। আফগানদের বিরুদ্ধে রোহিতও টপকালেন শচীনদের। বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক রেকর্ডের মালিক এখন কোহলি। টি-২০ এবং ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে বিরাটের রানসংখ্যা ৫৩ ইনিংসে ২৩১১। শচীন অবশ্য টি-২০ বিশ্বকাপ (ICC T-20 World Cup) খেলেননি। ওয়ানডে বিশ্বকাপে শচীনের রানসংখ্যা ৪৫ ইনিংসে ২২৭৮।

[আরও পড়ুন: ICC ODI World Cup 2023: নবীন মাঠে নামতেই কোহলি-কোহলি স্লোগান দর্শকদের, ভাইরাল ভিডিও]

শুধু তাই নয়, ওয়ানডে ক্রিকেটে রান তাড়া করার সময় সবচেয়ে বেশি ৫০-রানের বেশি ইনিংস খেলার রেকর্ডও এখন বিরাটের দখলে। রান তাড়া করতে গিয়ে ৪৫ বার পঞ্চাশ বা তাঁর বেশি রান করেছেন বিরাট। আরও একটি চমকপ্রদ রেকর্ড বিরাট গড়েছেন বুধবার। একমাত্র ব্যাটার হিসাবে আইসিসির তিনটি মেগা টুর্নামেন্টেই তাঁর গড় ৫০-এর উপরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের গড় ৮৮.১৬, ওয়ানডে বিশ্বকাপে ৫০.৮৬ এবং টি-২০ বিশ্বকাপে তাঁর গড় ৮১.৫০।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement