সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১২ বছর পরে দেশের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup 2023)। মাঠে বসে বিশ্বের তাবড় ক্রিকেটারদের দ্বৈরথ উপভোগ করতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তাই ম্যাচগুলোর টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। অনেক ম্যাচের টিকিটই ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এহেন অবস্থায় অনেকেই কোনও না কোনও সূত্র ধরে ক্রিকেটারদের দ্বারস্থ হন ক্রিকেটপ্রেমীরা। তাঁদের একটাই দাবি, মেগা টুর্নামেন্টের (Cricket World Cup 2023) একটা টিকিটের ব্যবস্থা করে দিতে হবে। বিশ্বকাপ খেলার প্রবল চাপের মধ্যে যেন টিকিটের জোগান দেওয়ার চাপ নিতে না হয়, তার জন্য অভিনব পন্থা নিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তাঁর সঙ্গী হলেন স্ত্রী অনুষ্কা শর্মাও (Anushka Sharma)।
টুর্নামেন্ট শুরুর ২ দিন আগে ইনস্টাগ্রামে একটি স্টোরি দেন কিং কোহলি। সেখানে সাফ জানান, “সামনেই বিশ্বকাপ। তাই সকল বন্ধুদের কাছে আমার আবেদন, দয়া করে টুর্নামেন্ট চলাকালীন টিকিট চাইবেন না। বাড়ি থেকেই বিশ্বকাপ উপভোগ করুন।” বিরাটের এই স্টোরি শেয়ার করেন অনুষ্কা শর্মাও। স্বামীর বার্তার সঙ্গে যোগ করেন, “আমি আরেকটু যোগ করতে চাই, যদি আপনাদের মেসেজের উত্তর না পান তাহলে আমাকে সাহায্য করতে বলবেন না। আশা করি আপনাদের সহযোগিতা পাব।” তবে এই বার্তার সঙ্গে মজার ইমোজিও যোগ করেছেন অনুষ্কা। মজার ছলেই ভক্তদের বার্তা দিয়েছেন তারকা দম্পতি।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই গুজব ছড়ায় দ্বিতীয়বার বাবা হতে চলেছেন বিরাট। সেই জল্পনার আগুনে ঘি পড়ে আরেকটি ঘটনায়। বিশ্বকাপে ভারতের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের ঠিক আগেই জাতীয় শিবির থেকে মুম্বইতে নিজের বাড়ি ফিরে আসেন বিরাট। তবে দুই তারকার তরফে এই খবর নিয়ে কিছুই জানানো হয়নি। জানা গিয়েছে, বিশ্বকাপ অভিযান শুরুর আগেই দলের সঙ্গে যোগ দেবেন বিরাট।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.