Advertisement
Advertisement
ICC World Cup 2023

ভারতের মাটিতেই এবার ওয়ানডে বিশ্বকাপের মহারণ, জেনে নিন কবে থেকে মিলবে টিকিট

আগামী ৫ অক্টোবর থেকে শুরু ওয়ানডে বিশ্বকাপ।

ICC World Cup 2023 tickets likely to start sale online by August 10 | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 29, 2023 12:53 pm
  • Updated:July 29, 2023 12:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপ নিয়ে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। নিজেদের শহরে হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় প্রহর গুনতে শুরু করেছেন ক্রিকেটপ্রেমীরা। এমনকী ভারত-পাকিস্তান ম্যাচের জন্য বিমান ভাড়া ও হোটেল ভাড়ার দাম আকাশ ইতিমধ্যেই আকাশ ছুঁয়েছে। এখন সমর্থকদের প্রশ্ন একটাই। কবে থেকে বিশ্বকাপের টিকিট কাটতে পারবেন তাঁরা। এবার সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে।

শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে আগামী ১০ আগস্ট থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে যাবে। যে সব দল বিশ্বকাপে (ICC World Cup 2023) অংশ নিতে চলেছে, তাদের প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলেছে আইসিসি। টিকিটের মূল্য এবং বিক্রি শুরুর দিনক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। তারপরই সামনে এসেছে ১০ আগস্ট তারিখটি। কোন ওয়েবসাইট থেকে টিকিট কাটতে পারবেন ক্রিকেটপ্রেমীরা, শীঘ্রই তা বিস্তারিত জানানো হবে বলেই খবর।

Advertisement

[আরও পড়ুন: নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে ‘খুন’, ভোট পরবর্তী অশান্তিতে থমথমে নাকাশিপাড়া]

সম্প্রতি বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন, বিশ্বকাপে ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম‌্যাচের তারিখ বদলে যেতে পারে। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল হাইভোল্টেজ ম্যাচটি। কিন্তু ভেন্যু একই থাকলে শোনা যাচ্ছে, ম্যাচের তারিখ বদলে ১৪ অক্টোবর হতে পারে। আগামী ১০ আগস্টের মধ্যে এই নিয়ে ধোঁয়াশা কেটে যাবে বলেই আইসিসির তরফে খবর। আর দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেলেই শুরু হয়ে যাবে টিকিট বিক্রি।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু ওয়ানডে বিশ্বকাপ। ১৯ নভেম্বর ফাইনাল। এবার ভারতের মোট ১০টি শহরে আয়োজিত হবে ৪৮টি ম্যাচ। এর আগে কোনও দেশে এতগুলি শহরে বিশ্বকাপের ম্যাচ পড়েনি।

[আরও পড়ুন: বিজেপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল, সর্বভারতীয় সহ-সভাপতি পদ থেকে সরানো হল দিলীপকে]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement