সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনাল। দুই মহাশক্তিধর দলের লড়াই। স্নায়ুর লড়াই। মগজাস্ত্রের লড়াই। আর এই মহালড়াইয়ের ভাগ্য নির্ধারণ করতে পারে ছোট ছোট কিছু মিনি ব্যাটেল। কী সেই মিনি ব্যাটল? কোন লড়াইগুলি ভাগ্য নির্ধারণ করতে পারে ফাইনালের? চলুন ফিরে দেখা যাক।
১। রোহিত বনাম স্টার্ক-হ্যাজেলউড: এবার বিশ্বকাপে ওপেনিংয়ে ঝড় তোলা রোহিত শর্মাকে ফাইনালে চ্যালেঞ্জ ছুড়ে দিতে তৈরি থাকছেন দুই অজি পেসার মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড। ফাইনালে ভারতীয় ইনিংসের গতিপ্রকৃতি কী হবে, সেটা ঠিক হয়ে যাবে এই যুদ্ধে কে জিতবে তার উপর।
২। বাঁ-হাতি অজি বনাম সামি: বিশ্বকাপে বাঁহাতি ব্যাটারদের ত্রাস হয়ে উঠেছেন মহম্মদ শামি। ফাইনালে তাঁকে সামলানোর ক্ষেত্রে বিপাকে পড়তে পারেন ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নাররের মতো বাঁ-হাতিরা।
৩। বিরাট-ব্যাট বনাম জাম্পার ঘূর্ণি: রবিবার মাঝের ওভারে অ্যাডাম জাম্পার স্পিন সামলানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিতে হবে বিরাট কোহলিকে। জাম্পার বিরুদ্ধে তাঁর রেকর্ড খুব একটা ভালো নয়। বিরাট এদিন সেই রেকর্ড বদলাতে চাইবেন।
৪। ম্যাড-ম্যাক্স বনাম কুলদীপ: নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং তাণ্ডব ঠেকানো সহজ হবে না। তবে ভারতের হাতেও আছে ব্রহ্মাস্ত্র। কুলদীপ যাদব। ভারতের ‘চায়নাম্যান’কে সামলানো সহজ হবে না ম্যাক্সির পক্ষেও।
৫। বুমরাহ বনাম ওয়ার্নার: ওয়ানডে ক্রিকেটে ১৪ বার ডেভিড ওয়ার্নারকে আউট করেছেন জশপ্রীত বুমরাহ। অজি ওপেনার বিশ্বকাপে ভালো ফর্মেই আছেন। তবে বুমরার গতির সামনে অসহায় হয়ে যেতে পারেন তিনিও।
তবে এই সবকিছুকেই ছাপিয়ে মূল লড়াই হবে স্নায়ুর। কোন দল চাপ ভালো করে সামলাতে পারছে। কোন দল পরিস্থিতিকে আরও ভালোভাবে ব্যাবহার করতে পারছে, সেটাই নির্ধারণ করবে ফাইনালের ভাগ্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.