Advertisement
Advertisement
Suryakumar Yadav

ICC World Cup 2023:’ওকে প্রথম একাদশে রাখাই উচিত নয়’, ভারতের কোন তারকার উপরে রেগে গেলেন সানি-বীরুরা?

কার কথা বললেন সানি-বীরু?

ICC World Cup 2023: Sunil Gavaskar had a clear verdict over Suryakumar Yadav finding a spot in the India playing XI for Cricket World Cup 2023 । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 29, 2023 1:48 pm
  • Updated:September 30, 2023 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটো হাফ সেঞ্চুরি করেছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। তৃতীয় ওয়ানডেতে অবশ্য রান পাননি তিনি। ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর (Sunil Gavaskar) অবশ্য মনে করেন, মুম্বইয়ের এই ব্যাটসম্যান ওয়ানডেতে এমন কিছু করে ফেলেননি যার জন্য প্রথম একাদশে তাঁকে নিতে হবে।

বিশ্বকাপ(ICC World Cup 2023) দলে রয়েছেন সূর্যকুমার। অনেকেই তাঁর সম্পর্কে বলছেন, যে কোনও দিন ম্যাচের রং বদলে দিতে পারেন তিনি। কিন্তু গাভাসকর বলছেন, ”ওয়ানডে ক্রিকেটে এখনও বিরাট কিছু করে ফেলেনি সূর্যকুমার। শেষ ১৫-২০ ওভারে ব্যাট করে সূর্য। ওই ১৫-২০ ওভারে সূর্যকুমার ওর টি-টোয়েন্টির দক্ষতা প্রয়োগ করে। হার্দিক, ঈশান, রাহুলরাও এই একই কাজ করতে পারে। শ্রেয়স আইয়ার ৪ নম্বর পজিশনের জন্য নিশ্চিত। সূর্যকুমারকে অপেক্ষায় থাকতে হবে। চার নম্বর পজিশনে যদি ও সুযোগ পায় তাহলে ওকে বড় সেঞ্চুরি হাঁকাতে হবে। প্রমাণ দিতে হবে যে বড় সেঞ্চুরি করতে পারে সূর্যকুমার যাদবও।” 

Advertisement

[আরও পড়ুন: Asian Games: শুটিংয়ে ভারতের বিজয়রথ অব্যাহত, এবার সোনা জিতলেন সতেরোর কিশোরী]

গাভাসকরের সুরে সুর মিলিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ। তিনি বলছেন, ”ওয়ানডে-র মতো ইনিংস এখনও পর্যন্ত খেলতে পারেনি সূর্যকুমার যাদব। ওর সব রান এসেছে শেষ ১৫ ওভারে। ওই সময়টা টি-টোয়েন্টি ক্রিকেটের মতোই হয়। তবে লোকেশ রাহুল, হার্দিক পাণ্ডিয়া, ঈশান কিষাণরাও এই একই কাজ করতে পারে। আমার মতে শ্রেয়স আইয়ার চার নম্বর পজিশনের জন্য ঠিক লোক। সূর্যকুমারকে অপেক্ষা করতে হবে। নির্বাচক এবং ম্যানেজমেন্টের কাছে প্রমাণ করতে হবে ও সেঞ্চুরি করতে পারে।”

[আরও পড়ুন: শেষ মুহূর্তে ভাগ্যবদল, অক্ষরের পরিবর্তে বিশ্বকাপে ভারতের ১৫ জনের দলে ঢুকলেন অশ্বিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement