Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ODI World Cup 2023: ব্যাট হাতে বুমরা-সিরাজ, পাশে স্যর দ্রাবিড়, সেমির আগে কী পরিকল্পনা ভারতের?

নেদারল্যান্ডস ম্যাচের আগেই শুরু মহড়া।

ICC World Cup 2023: Siraj, Bumrah focuses on batting as India gears up for semifinal | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 9, 2023 12:01 pm
  • Updated:November 9, 2023 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে উঠে গিয়েছে ভারত। মেগা ম্যাচে নামার আগে ভারতের ব্যাটিং নিয়ে আলাদা করে চিন্তাভাবনা করছেন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। বোলারদের দীর্ঘক্ষণ সময় ধরে নেটে ব্যাটিং প্র্যাক্টিস করাচ্ছেন তিনি। কোনও কারণে ব্যাটিং লাইন আপের প্রথম দিকের ব্যাটাররা রান না পেলে যেন টেলএন্ডাররা ভরসা দিতে পারেন, সেই জন্যই নয়া উদ্যোগ ভারতীয় দলের। প্রসঙ্গত, বেশ কয়েকটি মেগা টুর্নামেন্টে ভারতকে ভুগিয়েছে দলের লোয়ার অর্ডারের ব্যাটিং। তার মধ্যে অন্যতম ২০১৯ সালের বিশ্বকাপ সেমিফাইনাল।

যদিও চলতি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছে ভারতের (India Cricket Team) টপ অর্ডার ব্যাটিং। রোহিত শর্মা থেকে বিরাট কোহলি- সকলেই রানের মধ্যে রয়েছেন। একমাত্র ইংল্যান্ডে বিরুদ্ধে ম্যাচ ছাড়া সেভাবে বোলারদের ব্যাট করতে হয়নি। কিন্তু চোটের কারণে হার্দিক পাণ্ডিয়া ছিটকে যাওয়ায় ব্যাটিং গভীরতা কমেছে। তাই বড় ম্যাচে চাপের মুখে বোলাররা যেন কার্যকরী ব্যাটিং করতে পারেন, সেই জন্য জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah), মহম্মদ সিরাজদের (Mohammed Siraj) নেটে ব্যাট করান দ্রাবিড়। 

Advertisement

[আরও পড়ুন: ভরসা উপরওয়ালা! সেমিফাইনালে যেতে ‘ঈশ্বরের সাহায্য’ চাইছেন পাক টিমের ডিরেক্টর]

বুধবার ভারতীয় দলের অপশনাল প্র্যাক্টিস থাকলেও অনেকেই অনুশীলনে নেমে পড়েছিলেন। নেট বোলারদের বিরুদ্ধে প্রথমেই ব্যাট করতে পাঠানো হয় বুমরাহ ও সিরাজকে। পরে অবশ্য বোলিংও করেন বুমরাহ। তাঁর বলে আহত হন ঈশান কিষান। এদিন প্র্যাক্টিসে এলেও ব্যাট করেননি রোহিত। শুভমান গিল ও শ্রেয়স আইয়ারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন অধিনায়ক।

যা শোনা গেল, ওই বৈঠকে মূ্লত শট নির্বাচন নিয়ে আলোচনা হয়। শ্রেয়সকে নিয়ে একটা মৃদু সমালোচনা শুরু হয়েছিল। বিশেষ করে যেরকমভাবে খারাপ শট খেলে আউট হচ্ছিলেন, সেটা নিয়ে চর্চা চলছিল। তবে ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রেয়স দুর্দান্ত একটা ইনিংস খেলেন। যা অনেকটাই স্বস্তি দিচ্ছে রাহুল দ্রাবিড়দের। তবে রোহিতরা এটা খুব ভাল করেই জানেন, গ্রুপ লিগের লড়াই আর নকআউট, সম্পূর্ণ আলাদা। এখানে সামান‌্য ভুলচুকের কোনও জায়গা নেই। তাই আরও বেশি করে সতর্ক থাকতে হবে। আর তাই রবিবার নেদারল‌্যান্ডস ম‌্যাচেই শেষ চারের যুদ্ধের যাবতীয় প্রস্তুতি সেরে রাখতে চায় টিম ইন্ডিয়া।

[আরও পড়ুন: অপসারণের নেপথ্যে ষড়যন্ত্র! বিস্ফোরক সাজি প্রভাকরণ, ফেডারেশনে ফের নির্বাচন চান বাইচুং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement