Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: সেমিফাইনালে দুরন্ত হাফসেঞ্চুরি, তবু সারার কাছে হার শুভমানের, ব্যাপারটা কী?

কেন পিছিয়ে পড়লেন ভারতীয় ওপেনার?

ICC World Cup 2023: Sara trends in twitter as Shubhman Gill hits half century | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 15, 2023 4:32 pm
  • Updated:November 15, 2023 4:32 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনে প্রথমবার বিশ্বকাপ (ICC World Cup 2023) সেমিফাইনালে ব্যাটিং করছেন। নিউজিল্যান্ডের (India vs New Zealand) মতো শক্তিশালী বোলিং লাইন আপের মোকাবিলা করছেন দুরন্ত মেজাজে। ট্রেন্ট বোল্টদের বিষাক্ত সুইং সামলে হাফসেঞ্চুরিও করেছেন। এত কিছু করেও নেটিজেনদের মন পেলেন না শুভমান গিল (Shubhman Gill)। হেরে গেলেন সারা তেণ্ডুলকরের (Sara Tendulkar) কাছে। নেটদুনিয়ায় জ্বলজ্বল করল শচীনকন্যার নাম।

কেন পিছিয়ে পড়লেন ভারতীয় ওপেনার? মাঠে নেমে যদিও দুরন্ত ফর্মে দেখা গিয়েছে তাঁকে। ইতিমধ্যেই ৮টি চার ও তিনটি ছয় মেরেছেন। একটা ছক্কা সোজা গিয়ে আছড়ে পড়েছে ভারতীয় ড্রেসিংরুমের সামনে। আগ্রাসী মেজাজেই হাফসেঞ্চুরি করেন পাঞ্জাব দা পুত্তর। তবে টুইটারে ট্রেন্ডিংয়ের তালিকায় নেই তাঁর নাম। যদিও ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন। ধারাভাষ্যকার হর্ষ ভোগলের বিতর্কিত মন্তব্যের পর ‘বড়া পাও’ শব্দটিও ট্রেন্ডিং টুইটারে। 

Advertisement

[আরও পড়ুন: ‘রাউডি’ রোহিতের ব্যাটিং দেখে এ কী মন্তব্য! হর্ষ ভোগলেকে নিয়ে দ্বিধাবিভক্ত নেটদুনিয়া]

তবে ট্রেন্ডিং তালিকায় সকলের নজর কাড়ল সারা তেণ্ডুলকরের নাম। সেমিফাইনালের খেলা দেখতে ওয়াংখেড়েতে গিয়েছেন শচীনকন্যা। মা অঞ্জলি তেণ্ডুলকরের সঙ্গেই গ্যালারিতে বসে থাকতে দেখা যায় তাঁকে। শুভমান গিল চার বা ছয় মারলেই তাঁকে হাসিমুখে হাততালি দিতে দেখা যায়। সেই ছবি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। সঙ্গে সঙ্গে ট্রেন্ডিংয়ের তালিকায় উপরের দিকে উঠে আসে সারার নাম। যদিও প্রবল গরমের জন্য খেলার মাঝপথেই মাঠ ছাড়তে বাধ্য হন শুভমান। 

প্রসঙ্গত, গ্ল্যামার দুনিয়ায় বর্তমানে কান পাতলেই শচীনকন্যার সঙ্গে শুভমান গিলের প্রেমের গুঞ্জন শোনা যায়। বিশ্বকাপে ইন্ডিয়া-শ্রীলঙ্কা ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন সারা তেণ্ডুলকর। সেদিন গিলের সেঞ্চুরি হাতছাড়া হওয়ার পর গ্যালারিতে বসে থাকা শচীনকন্যার অভিব্যক্তি নজর কাড়ে। শুধু তাই নয়, সেই ম্যাচেই ভেসে আসে অনুরাগীদের ‘হামারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবী জ্যাইসি…’ চিৎকার। আর চলতি বিশ্বকাপ মরশুমেই চর্চার কেন্দ্রে সারা-শুভমানের প্রেম!

[আরও পড়ুন: কুরুচিকর মন্তব্যের পর ঐশ্বর্য রাইয়ের কাছে ক্ষমা চাইলেন রজ্জাক, তবুও বিতর্ক থামার নাম নেই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement