সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দর্শকে ঠাসা মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনালে নামার জন্য মুখিয়ে রয়েছেন নিউজিল্যান্ডের তরুণ তারকা রাচীন রবীন্দ্র (Rachin Ravindra)। তিনি জানিয়েছেন, ‘‘ভারতের বিরুদ্ধে দর্শকভর্তি ওয়াংখেড়েতে খেলার স্বপ্ন প্রত্যেকেই দেখেন। ঐতিহাসিক মাঠ। তার উপর ভারত অপরাজিত অবস্থায় সেমিফাইনাল খেলতে নামছে। আমরা কিন্তু এই ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’
তিনি আরও জানিয়েছেন, ‘‘আমরা সকলেই জানি, ক্রিকেটের প্রতিটি ম্যাচে জেতা অসম্ভব। কখনও আপনি হারবেন, কখনও জিতবেন।’’ বছর তেইশের রাচীন পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছিলেন। কিন্তু দল হেরে গিয়েছিল। তা সত্ত্বেও তিনি মনে করেন, বড় মঞ্চে পারফর্ম করার জন্য নিউজিল্যান্ড দলে যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার আছেন। তাঁর বক্তব্য, ‘‘আমরা গত দু’টি বিশ্বকাপের ফাইনালে খেলেছি। এমসিজিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এবং লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে। দলে অভিজ্ঞতা কম নেই। গত তিন-চারটে বিশ্বকাপে নিউজিল্যান্ড যেভাবে খেলছে, সেভাবেই খেলবে। ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সর্বস্ব উজাড় করে দেবে।’’
তিনি আরও বলেছেন, আরও একবার নক আউট পর্বে খেলার জন্য মরিয়া হয়ে রয়েছে গোটা দল। রাচীন বলছিলেন, ‘‘আমার মনে হয়, সবাই বিশ্বকাপের মতো বড় মঞ্চে নক আউট পর্যায়ে খেলার স্বপ্ন প্রত্যেকের থাকে। আমিও ভারতের (India vs New Zealand) বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।’’ বেঙ্গালুরুর সঙ্গে রাচীনের একটা আলাদা সম্পর্ক রয়েছে। বলছিলেন, ‘‘আমি বেঙ্গালুরুতে ছোটবেলা কাটিয়েছি। এখানকার পিচ ব্যাটিংয়ের উপযোগী। আশা করছি, ভবিষ্যতে আরও সাফল্য আসবে।’’ এবারের বিশ্বকাপে দলের বেশ কয়েকজন ক্রিকেটারের চোট আঘাত থাকা সত্ত্বেও নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে। এই ব্যাপারে রাচীনের বক্তব্য, ‘‘এই সাফল্য প্রমাণ করে আমাদের দলের গভীরতা ঠিক কতটা। দুর্ভাগ্য যে, চোটের কারণে তারা খেলতে পারেনি। আমরা ওদের অভাব সত্যিই অনুভব করেছি।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.