Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: ভারতীয় ড্রেসিংরুমে গিয়ে রোহিতদের দিল্লিতে আমন্ত্রণ মোদির, আর কী বললেন?

প্রকাশ্যে ভারতীয় ড্রেসিংরুমের ভিডিও।

ICC World Cup 2023: PM Modi consoles Indian team in dressing room, video goes viral | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 21, 2023 11:27 am
  • Updated:November 21, 2023 1:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালে ধরাশায়ী হওয়ার পরে ভারতীয় ক্রিকেটারদের (Indian Cricket Team) মনোবল বাড়াত ড্রেসিংরুমে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুরন্ত পারফর্ম করা মহম্মদ শামিকে বুকে জড়িয়ে ধরেন। বিরাট কোহলি ও রোহিত শর্মার হাত ধরে কথা বলতেও দেখা যায় তাঁকে। উৎসাহ দেওয়ার জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন একাধিক ক্রিকেটার। প্রধানমন্ত্রীর (Narendra Modi) সঙ্গে ক্রিকেটারদের কী কথা হল, প্রকাশ্যে এল সেই ভিডিও।

ফাইনালের পরের দিন দেশজুড়ে আলোচনার শীর্ষে উঠে আসে শামির (Mohammad Shami) পোস্ট। কান্নায় ভেঙে পড়া তারকা পেসারকে সান্ত্বনা দিচ্ছেন প্রধানমন্ত্রী, সেই ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র। ছবি টুইট করে শামি লেখেন, “ড্রেসিংরুমে এসে আমাদের মনোবল বাড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ। আমরা আবার কামব্যাক করব।” রবীন্দ্র জাদেজারাও মোদির সঙ্গে ছবি পোস্ট করেন। দলের পাশে দাঁড়িয়ে টুইট করেছিলেন প্রধানমন্ত্রী নিজেও। 

Advertisement

[আরও পড়ুন: কাপযুদ্ধ হেরে কোন ‘কাছের মানুষ’কে পাত্তা দিলেন না বিরাট? দেখুন ভাইরাল ভিডিও]

এবার প্রকাশ্যে এল ড্রেসিংরুমে মোদির কথোপকথনের ভিডিও। দলের উদ্দেশ্যে তাঁর বার্তা, “টানা ১০ ম্যাচ জিতে আমরা ফাইনালে উঠেছি। তবে এরকম হয়েই থাকে। ভেঙে পড়লে চলবে না। এই সময়ে একে অপরের পাশে থেকে সকলের মনোবল বাড়াতে হবে।” আলাদা করে অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়কে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী। জাদেজা ও বুমরাহর সঙ্গে গুজরাটি ভাষায় কথা বলতে দেখা যায় তাঁকে। দলের প্রত্যেক ক্রিকেটারের সঙ্গেই হাত মেলান মোদি।

মহম্মদ শামিকে দেখেই তাঁকে শুভেচ্ছা জানিয়ে মোদি বলেন, “এবার তুমি দুর্দান্ত খেলেছ।” তার পরে নিজে থেকে শামিকে টেনে বুকে জড়িয়ে ধরেন মোদি। কান্নাভেজা চোখে দাঁড়িয়ে থাকা শামিকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। সবশেষে বলেন, “দিল্লিতে এলে একদিন আমার সঙ্গে দেখা করবে সকলে। আমার আমন্ত্রণ রইল সকলের কাছে।”

[আরও পড়ুন: দ্রাবিড়ের হাতে বিশ্বকাপ না দেখে মন ভেঙেছে প্রিয় বন্ধুর! কে তিনি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement