Advertisement
Advertisement

Breaking News

Zaka Ashraf

ICC World Cup 2023: ভারতকে ‘দুশমন মুলুক’ বলে সমালোচিত, চাপের মুখে উলটো সুর জাকার

কী বললেন তিনি?

ICC World Cup 2023: PCB chairman Zaka Ashraf neutralises controversy । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 30, 2023 11:20 am
  • Updated:September 30, 2023 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাপের মুখে ঢোঁক গিললেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান জাকা আশরফ (Zaka Ashraf)। ভারতকে ‘দুশমন মুলুক’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। সোশাল মিডিয়ায় আলোড়ন হয়েছিল। পাকিস্তানের ক্রীড়াপ্রেমীরা জাকা আশরফের এহেন মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্যও করেন।

প্রবল চাপের মুখে পিছনে হাঁটলেন আশরফ। তিনি বলেছেন, ”বিশ্বকাপ খেলতে গিয়ে ভারতে দারুণ অভ্যর্থনা পেয়েছে। আর এই অভ্যর্থনাই প্রমাণ করে দুদেশের ক্রিকেটারদের প্রতি দুদেশের মানুষের দারুণ ভালোবাসা রয়েছে। হায়দরাবাদ বিমানবন্দরে যে অভ্যর্থনা দেওয়া হয়েছে পাক দলকে তাতেই প্রমাণিত হচ্ছে ভালোবাসা।” 

Advertisement

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেও মুছলেন বিশ্বকাপে ‘বাদ’ অক্ষর? ব্যাপারটা কী?]

 

বিশ্বকাপের আগে ক্রিকেটারদের বেতন বাড়ানো প্রসঙ্গে জাকা আশরফের একটি মন্তব্য ভাইরাল হয়েছে। জাকা আশফরকে বলতে শোনা গিয়েছে, ”ভালোবাসা এবং স্নেহ সহকারে প্লেয়ারদের হাতে কন্ট্র্যাক্ট তুলে দিচ্ছি। পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে এই পরিমাণ অর্থ আগে কখনও পায়নি পাকিস্তানের ক্রিকেটাররা। আমার উদ্দেশ্যই হল, ক্রিকেটারদের মানসিক দিক থেকে চাঙা রাখা। কারণ ওরা দুশমন মুলুকে যাচ্ছে।”

 

[আরও পড়ুন: ‘রাস্তায় বসে চা খাই, আমার বসার চিন্তা কী?’, রাজ্যদপ্তরের ঘর ভাঙা নিয়ে ‘অভিমানী’ দিলীপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement