Advertisement
Advertisement
ICC World Cup 2023

ভরসা উপরওয়ালা! সেমিফাইনালে যেতে ‘ঈশ্বরের সাহায্য’ চাইছেন পাক টিমের ডিরেক্টর

পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার অঙ্ক সুতোয় ঝুলছে।

ICC World Cup 2023: Pakistan Team director seeks 'divine help' to save semifinals dream | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 9, 2023 11:14 am
  • Updated:November 9, 2023 11:14 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে (ICC World Cup 2023) পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার অঙ্ক সুতোয় ঝুলছে! শেষ চারে যেতে হলে শুধু নিজেদের ম্যাচ জিতলেই চলবে না, বাবরদের তাকিয়ে থাকতে হবে বৃহস্পতিবারের নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচের দিকেও। নিউজিল্যান্ড জিতে গেলে পাকিস্তানের জন্য সেমিতে যাওয়ার সমীকরণ কার্যত অসম্ভবের পর্যায়ে চলে যাবে। কিন্তু আশা ছাড়তে নারাজ পাকিস্তান টিমের ডিরেক্টর মিকি আর্থার।
মিকি আর্থার (Micky Arther) ভরসা রাখছেন ঈশ্বরের উপর। বলা ভালো, সবটাই তিনি ছেড়ে দিয়েছেন উপরওয়ালার উপর। সেমিফাইনালে খেলার আশা নিয়ে পাক টিমের ডিরেক্টরের বক্তব্য,”কেউ বলতে পারে না, আগামী দিনে টুর্নামেন্টে আমাদের ভবিষ্যৎ কী হবে। আমি সত্যিই বিশ্বাস করি যে আমরা সেমিফাইনালে উঠে যাব। আপাতত আমাদের কাজ হল, যেটা আমাদের হাতে আছে, সেটা সঠিকভাবে করা। শনিবার সেই কাজটাই আমরা করব।”

[আরও পড়ুন: ‘এত ভয় কীসের!’, মোদি-আদানির বিরুদ্ধে নয়া ‘ষড়যন্ত্রে’র অভিযোগ মহুয়ার]

এর পরই ঈশ্বরের উপর সব ভার ছেড়ে দিয়ে মিকি আর্থার বলে দিচ্ছেন, আমাদের দরকার কিছুটা ঐশ্বরিক সাহায্য। তাঁর বক্তব্য, একটু উপরওয়ালার সাহায্য পেলেই আমরা সেমিফাইনালে চলে যেতে পারি। তবে হ্যাঁ আমাদের ভালো খেলতে হবে। কদিন আগেই আমরা বাংলাদেশের বিরুদ্ধে একটা দারুন ম্যাচ খেলেছি। সেটাই আমরা খেলতে চাইব।”

Advertisement

[আরও পড়ুন: ‘গরিবের রেশন ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র, পাপ করছে কংগ্রেস’, তোপ মোদির]

উল্লেখ্য, শনিবার ইডেনে (Eden Gardens) ইংল্যান্ডের বিরুদ্ধে নামবে পাকিস্তান। তার আগে বৃহস্পতিবার নিউজিল্যান্ড যদি জিতে যায়, তাহলে বাবরদের জিততে হবে বিরাট ব্যবধানে। অঙ্কটা কার্যত অসম্ভবের পর্যায়ে। তাই আপাতত মিকি আর্থারদের প্রার্থনা, বৃহস্পতিবারই ঘটুক অঘটন। নিউজিউল্যান্ডকে হারাক শ্রীলঙ্কা। কিংবা বৃষ্টিতে ভেস্তে যাক ম্যাচ। সম্ভবত সেজন্যই ঈশ্বরের কাজে এত প্রার্থনা মিকি আর্থারদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement