নিউজিল্যান্ড: ৪০১-৫ (রাচীন রবীন্দ্র ১০৮, কেন উইলিয়ামসন ৯৫)
পাকিস্তান: ২০০-১ (ফখর জামান ১২৬, বাবর আজম ৬৬)
ডাকওয়ার্থ লুইস নিয়মে পাকিস্তান ২১ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। আজ থেকে ৩১ বছর আগে বিশ্বকাপেরই এক ম্যাচে পাকিস্তানের ডুবতে থাকা তরী তীরে পৌঁছে দিয়েছিল বৃষ্টি। ইমরানের খানের নেতৃত্বে পাকিস্তান যখন ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার দোরগোড়ায়, তখন ঈশ্বরের আশীর্বাদের মতো নেমে এসেছিল বৃষ্টি।
কাট টু ২০২৩। নিউজিল্যান্ডের কাছে হারলে বিশ্বকাপ (ICC World Cup 2023) থেকে নিশ্চিত বিদায় বাবরদের। সেই ম্যাচেও আশীর্বাদের মতো নেমে এল বৃষ্টি। ডাকওয়ার্থ লুইস নিয়মের সুবাদে যে টার্গেট পাহাড়প্রমাণ মনে হচ্ছিল, সেই টার্গেটে হাসতে হাসতে পৌঁছে গেল পাক দল। বাবররা জিতলেন ২১ রানে। জয়ের ফলে বিশ্বকাপে বাবররা যে শুধু টিকে রইলেন তাই নয়, সেমির দরজা ভালোমতো খুলে গেল।
বৃষ্টিবিঘ্নিত বেঙ্গালুরুতে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে নিউজিল্যান্ড করে ৪০১ রান। দুর্দান্ত ফর্মে থাকা রাচীন রবীন্দ্র করেন ১০৮, প্রত্যাবর্তনের ম্যাচে অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ৯৫ রান। শেষদিকে ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপ্স, চ্যাপমান (৩৯), স্যান্টনারও (১৭ বলে ২৬) ভালো ইনিংস খেলেন। পাক বোলাররা এদিন একের পর এক লজ্জার রেকর্ড গড়েছেন। শাহীন আফ্রিদি ১০ ওভারে দেন ৯০ রান, হ্যারিস রউফ দেন ৮৫ রান, হাসান আলি দেন ৮২ রান।
টার্গেট ৪০২। বিশ্বকাপের ইতিহাসে এর আগে এত বড় রান তাড়া করে কোনও দল জেতেনি। ধুঁকতে থাকা পাক ব্যাটারদের পক্ষেও সেটা একপ্রকার অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু ঠিক তখনই ফখর জামান এক অবিশ্বাস্য ইনিংস খেলে দিলেন। এদিন দুবার খেলায় বাদ সাধে বৃষ্টি। দ্বিতীয়বার বৃষ্টিতে যখন খেলা বন্ধ হয়ে গেল তখন ফখর ৮১ বলে ১২৬ রান করে ক্রিজে। অধিনায়ক বাবরও ৬৩ বলে ৬৬ রান করে অপরাজিত ছিলেন। আর পাকিস্তান ২৫ ওভার ৩ বলে মাত্র ১ উইকেটে ২০০ রানে দাঁড়িয়ে। ডাকওয়ার্থ লুইস নিয়মে পাক দল তখন ২১ রানে এগিয়ে। এর পর আর খেলা শুরু হয়নি। ফলে ওই ২১ রানেই জিতে যায় পাক দল।
পাকিস্তানের এই জয় বিশ্বকাপের সেমিফাইনালের রাস্তা পুরোপুরি খুলে দিল বাবরদের জন্য। সেই সঙ্গে পথ সুগম হল আফগানিস্তানেরও। খাতায়-কলমে বিশ্বকাপে টিকে রইল শ্রীলঙ্কা, ইংল্যান্ডও। তবে রাস্তা কঠিন হয়ে গেল নিউজিল্যান্ডের। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে কিউয়িদের জিততেই হবে।
A blitz from Fakhar Zaman helped Pakistan stay ahead of New Zealand in a rain-affected encounter ✌
With this win, Pakistan remain in contention for a #CWC23 knockout spot.#NZvPAK pic.twitter.com/QTOvEv0pLi
— ICC (@ICC) November 4, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.