Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে ৭০ হাজার কোটির বেটিং, জুয়াড়িদের পছন্দের তালিকায় নেই শামি-বিরাট

কার পিছনে টাকা ঢালছেন জুয়াড়িরা?

ICC World Cup 2023: Over 70 thousand crores betting on India vs Australia final | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 18, 2023 4:19 pm
  • Updated:November 18, 2023 4:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্তত ৭০ হাজার কোটি টাকার জুয়া ধরা হয়েছে বিশ্বকাপ ফাইনালে। সূত্রের খবর, জুয়ার ইতিহাসে সমস্ত নজির ভেঙে দিতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) মেগা ম্যাচ। ৫০০টি বেটিং সাইট থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গিয়েছে, অন্তত ৭০ হাজার কোটি টাকা বাজি ধরা হচ্ছে এই ম্যাচের উপর। অধিকাংশই মনে করছেন, বিশ্বকাপ (ICC World Cup 2023) ট্রফি আসবে ভারতের হাতেই। প্রসঙ্গত, বিশ্বকাপ থেকে শুরু করে দ্বিপাক্ষিক সিরিজ- সব ক্ষেত্রেই এখন বেটিংয়ের রমরমা।

চলতি বিশ্বকাপের (ICC World Cup Final) শুরু থেকেই বিশাল অঙ্কের বেটিং চলছে নানা ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে। ভারত-পাক ম্যাচে চল্লিশ হাজার কোটি টাকা ছুঁয়েছিল বেটিংয়ের অঙ্ক। এখনও পর্যন্ত সেটাই ছিল জুয়ার দুনিয়ায় নজির। কিন্তু বিশ্বকাপ ফাইনাল সেই অঙ্ককেও টপকে যেতে চলেছে। সারা বিশ্বে অন্তত ৭০ হাজার টাকার বেটিং হবে এই ম্যাচে। জুয়াড়িদের অধিকাংশই মনে করছেন, ফাইনাল জিতে বিশ্বকাপ হাতে তুলবে ভারতই।

Advertisement

[আরও পড়ুন: পাক বধের পিচেই ফাইনাল, মেগা ম্যাচের আগে উইকেট নিয়ে কী বলছেন কামিন্স?]

ফাইনাল নিয়ে আরও বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করছে বেটিং দুনিয়া। অধিকাংশের মতে, লো স্কোরিং ম্যাচ হতে চলেছে ফাইনালে। ২৫০ থেকে ৩০০ রান তুলতে পারে দুই দল। তবে কয়েকজনের মতে, তিনশো রানের গণ্ডিও পেরতে পারে ভারত। খুব কম সংখ্যকই মনে করছেন যে চারশো রান পার হতে পারে। বেটিং দুনিয়ার অনুমান, ফাইনালে টস জিতবেন রোহিত। তার পর ব্যাট করতে নামবে ভারত।

বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের পরেও বিরাট কোহলি বা মহম্মদ শামির উপরে ভরসা রাখছেন না জুয়াড়িরা। তাঁদের মতে, ফাইনালে নজর কাড়বেন রোহিত শর্মা ও সূর্যকুমার যাদব। বল হাতে দাপট দেখাবেন মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহ, এমনটাই মনে করছে বেটিং মহল। শেষ হাসি ফুটবে কার মুখে? উত্তর ১৯ নভেম্বর।

[আরও পড়ুন: চোট সারিয়ে দুরন্ত উইকেটকিপিং, রাহুলের কামব্যাকের গোপন রহস্য ফাঁস?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement