Advertisement
Advertisement
ICC World Cup 2023

ইডেনে ল্যাজেগোবরে ওপার বাংলার টাইগাররা, নেদারল্যান্ডসের কাছে হেরে বিদায় শাকিবদের

দুঃস্বপ্নের বিশ্বকাপ শাকিবদের।

ICC World Cup 2023: Netherlands demolish Bangladesh at Eden Gardens | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 28, 2023 9:23 pm
  • Updated:October 28, 2023 9:30 pm

নেদারল্যান্ডস: ২২৯ (এডওয়ার্ডস ৬৮, বারেসি ৪১, শরিফুল ৩-৫১)
বাংলাদেশ: ১৪২ (মেহেদি ৩৫, মহম্মদুল্লাহ ২০)
নেদারল্যান্ডস ৮৭ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরাশায়ী, দুরমুশ, ল্যাজেগোবরে…। শনিবাসরীয় ইডেনে টুর্নামেন্টের সবচেয়ে ‘দুর্বল’ দল নেদারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের যা অবস্থা হল, সেটা বর্ণনা করার জন্য কোনও বিশেষণই সম্ভবত যথেষ্ট নয়। কলকাতায়, নিজেদের দেশের কয়েক হাজার সমর্থকের সামনে, বাংলাদেশ ক্রিকেট দল নেদারল্যান্ডসের কাছে হেরে গেল ৮৭ রানের ব্যবধানে।

অথচ এই টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট সমর্থকদের একটা বড় অংশ বুক বাজিয়ে নিজেদের বিশ্বকাপজয়ের দাবিদার হিসাবে তুলে ধরার চেষ্টা করছিলেন। কেউ কেউ আবার দাবি করছিলেন, অন্তত সেমিফাইনাল তাঁরা খেলবেনই। কিন্ত এই বাংলাদেশ দলের খেলা দেখে মনে হচ্ছে, তাঁদের একটাই ঠিকানা সেটা হল ঢাকা ফেরার বিমান। শাকিবদের স্বপ্ন ছিল বিশ্বকাপের শেষ চারে খেলা। ৬ ম্যাচ শেষে বাংলাদেশের যা অবস্থা, তাতে শেষদিক থেকে চার নম্বরে শেষ করাটাও এখন যেন স্বপ্নের মতো।

Advertisement

[আরও পড়ুন: দুঃস্বপ্নের একানা স্টেডিয়ামে ফিরে আসার লড়াইয়ে নামছেন লোকেশ রাহুল, দেখুন ভাইরাল ভিডিও]

অথচ শনিবার ইডেনে শুরুটা খারাপ করেনি বাংলাদেশ। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। ডাচদের শুরুটা হয় দুঃস্বপ্নের মতো। ৪ রানেই তাঁরা খুইয়ে বসে দুই উইকেট। সেখান থেকে ৫৯ রানের জুটি গড়েন বারেসি (৪১) এবং অ্যাকেরম্যান (১৫)। এদের উইকেটের পতনের পর ফের চাপে পড়ে নেদারল্যান্ডস। এবারে হাল ধরেন অধিনায়ক এডওয়ার্ডস। প্রথমে ডি লিড, পরে সিব্র্যান্ড এবং ভ্যান বিকের সঙ্গে জুটি বেঁধে নিজের দলের স্কোরকে ২২৯ পর্যন্ত পৌঁছে দেন ডাচ অধিনায়ক। এডওয়ার্ডস নিজে করেন ৬৮ রান।

[আরও পড়ুন: বিশ্বকাপে বিশ্রী পারফরম্যান্সের জেরে পাক ক্রিকেটে গৃহযুদ্ধ! ফের ঠোকাঠুকি শাহিন-বাবরের]

২৩০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমেই শুরু হয় বাংলাদেশের দুঃস্বপ্ন। ওপার বাংলার ব্যাটাররা যেভাবে পঞ্চম ওভার থেকেই আসা-যাওয়া শুরু করলেন, তাতে মনে হল লিটনরা বুঝি জলদি বাড়ি ফিরতে চান। নাহলে ২৩০ রান তাড়া করতে নেমে কোনও দল মাত্র ৭০ রানে ৬ উইকেট হারায়। লিটন (৩), শাকিব (৫), শান্ত (৯) মুশফিকুর(১), দলের চার অভিজ্ঞ ব্যাটারের কেউ দুই অঙ্কের রানেও পৌঁছলেন না। এদিন ইডেনে ডাচ বোলাররা যেন কোনও জাদুমন্ত্র বলে দুর্বোধ্য হয়ে উঠেছিলেন। শুধু মেহেদি হাসান মিরাজ (৩৫) আর মহম্মদুল্লাহ ছাড়া, আর কেউ তাঁদের প্রতিরোধই করতে পারলেন না। ফলে বাংলাদেশের ইনিংস শেষ হল ১৪২ রানে। আর নেদারল্যান্ডস জিতে গেল ৮৭ রানে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement