Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: গাজা নিয়ে বিতর্কিত পোস্ট করেও রেহাই রিজওয়ানের, কেন?

রিজওয়ানের টুইটে রাজনীতি খোঁজা অর্থহীন, দাবি পাক বোর্ডের।

ICC World Cup 2023: Mohammad Rizwan is not face any punishment on controversial Gaza post | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 12, 2023 1:21 pm
  • Updated:October 12, 2023 1:21 pm  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: যুদ্ধবিধ্বস্ত গাজার পাশে দাঁড়িয়ে বিতর্কিত টুইট করেছিলেন মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। অনেকেই মনে করেছিলেন, বিশ্বকাপে (ICC World Cup 2023) খেলার সঙ্গে রাজনীতি জড়িয়ে ফেলার অভিযোগে শাস্তির মুখে পড়তে পারেন পাক উইকেটকিপার। তবে সূত্রের খবর, রিজওয়ানের এই আচরণ নিয়ে বিশেষ মাথা ঘামাতে রাজি নয় পাক বোর্ড। যেহেতু মাঠের মধ্যে রিজওয়ান কোনও বিতর্কিত আচরণ করেননি তাই আইসিসিও নিয়মমাফিক শাস্তির ব্যবস্থা করতে পারবে না। ফলে বিতর্কিত টুইট করেও ‘বেকসুর খালাস’ মহম্মদ রিজওয়ান।

মঙ্গলবার শ্রীলঙ্কার (Pakistan vs Sri Lanka) বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেন পাক উইকেটকিপার। তার পরেই এক্স প্ল্যাটফর্মে লেখেন, ”এই জয় গাজার ভাই-বোনদের জন্য। জয়ে অবদান রাখতে পেরে খুশি। গোটা দলের কৃতিত্ব। বিশেষ করে আবদুল্লা শাফিক এবং হাসান আলি কাজ সহজ করে দিয়েছে। দুর্দান্ত আতিথেয়তা এবং সমর্থনের জন্য হায়দরাবাদের মানুষকে কৃতজ্ঞতা জানাই।”

Advertisement

[আরও পড়ুন: সম্পূর্ণ সুস্থতার পথে শুভমান, মাস্ক পরে হাজির আহমেদাবাদে, পাক ম্যাচে কি খেলবেন?]

পাক ব্যাটারের এই টুইটের পরেই প্রশ্ন ওঠে, খেলার সঙ্গে অযথা রাজনীতি জড়াচ্ছেন রিজওয়ান। বিশ্বকাপ ক্রিকেটের মঞ্চে রাজনীতির প্রবেশ নিষিদ্ধ। সেই জায়গায় রিজওয়ান কিন্তু নিজেদের রাজনৈতিক সমর্থন প্রকাশ করে ফেলছেন। ওয়াকিবহাল মহলের অনেকেই মনে করেন, এই আচরণের জন্য শাস্তি পেতে পারেন পাক তারকা। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ঘটনায় রিজওয়ানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে নারাজ। পাকিস্তান টিমের কাউকে কাউকে এ নিয়ে জিজ্ঞাসা করায় উত্তর এল, রিজওয়ানের টুইটে রাজনৈতিক উদ্দেশ‌্য খোঁজা অর্থহীন। কারণ, বিষয়ে রাজনৈতিক রং চড়াতে তিনি এ জিনিস করেননি। পাক বোর্ডও শোনা গেল, বিশেষ আমল দিচ্ছে না। বরং পাকিস্তান বোর্ড প্রধান অনেক বেশি ব‌্যস্ত তাঁর ভারত সফর নিয়ে।

কিন্তু আইসিসি? তারা কিছু করবে না? ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থায় ফোন-টোন করে জানা গেল যে, তাদের হাত-পা বাঁধা। রিজওয়ান যদি মাঠের মধ‌্যে বিতর্কিত এমন কিছু করতেন, তা হলে শাস্তিপ্রদান হত অবশ‌্যই। কিন্তু যেহেতু তিনি লিখেছেন সোশ‌্যাল মিডিয়ায়, আইসিসির করণীয় কিছু নেই। তিনি চুক্তিবদ্ধ ক্রিকেটারও নন যে, তাঁর সমস্ত কীর্তিকলাপের উপর নিয়ন্ত্রণ থাকবে আইসিসি-র। ফলে বিতর্কিত টুইট করেও বেঁচে গেলেন পাক তারকা।

[আরও পড়ুন: মহাযুদ্ধের আগে মৈত্রী! ভিসা জট কেটে ভারতে আসার পথে পাক সাংবাদিকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement