Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: ১ বলে ১৩ রান! অসম্ভবকে সম্ভব করলেন স্যান্টনার

দেখে নিন স্যান্টনারের বিধ্বংসী ব্যাটিং।

ICC World Cup 2023: Mitchell Santner scored 13 runs from just one delivery । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 10, 2023 10:39 am
  • Updated:October 10, 2023 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসম্ভবকে সম্ভব করলেন মিচেল স্যান্টনার (Mitchell Santner)! হয়তো তাই। ১ বলে ১৩ রান নিলেন তিনি। ১ বলে ১৩ রান সম্ভব নয়। সচরাচর দেখা যায় না। তবে ক্রিকেটে যে সবই সম্ভব। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে এই অসম্ভব কাজকেই সম্ভব করলেন কিউয়ি স্যান্টনার।

নিউজিল্যান্ডের (New Zealand) ইনিংসের শেষ ওভারের শেষ বলে স্যান্টনার ১৩ রান নেন। শেষ ওভারটি করছিলেন নেদারল্যান্ডসের বাস ডি লিডি। কিউয়িদের ইনিংসের শেষ বলে ছক্কা মারেন স্যান্টনার। আম্পায়ার সেই ডেলিভারিকে নো বল ডাকেন। ফ্রি হিট পায় নিউজিল্যান্ড। সেই বলটিও ফুলটস দেন বাস ডি লিডি। স্যান্টনার সেই ফুলটসও গ্যালারিতে ফেলেন। ফলে এক বলে ১৩ রান নেন স্যান্টনার।

Advertisement

[আরও পড়ুন: ICC World Cup 2023: কমছে প্লেটলেট কাউন্ট, হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত শুভমান]

বাঁ হাতি স্যান্টনার ১৭ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। বল হাতে ৫৯ রানে ৫ উইকেট নেন। নিউজিল্যান্ডের প্রথম স্পিনার হিসেবে স্যান্টনার পাঁচটি উইকেট নিলেন বিশ্বকাপে। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড পাহাড়প্রমাণ রান করে। কিউয়িরা ৭ উইকেটে ৩২২ রান তোলে। রান তাড়া করতে নেমে ৪৬.৩ ওভারে ডাচরা ২২৩ রানে শেষ হয়ে যায়। 

 

[আরও পড়ুন: ১২৮ বছর পরে অলিম্পিকে ফের ক্রিকেট, চলতি সপ্তাহেই জানিয়ে দেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement