সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবাসরীয় সন্ধ্যায় জ্যাগারময় ইডেন। ক্রিকেটের নন্দন কাননে বসে ইংরেজদের দাপট দেখলেন মিক জ্যাগার। আশি বছর বয়সেও যার বিশ্বজোড়া খ্যাতি। যাঁর রক মিউজিকের ছন্দে আজও বিশ্ব নাচে। সেই স্যর মাইকেল ফিলিপ জ্যাগারের সামনে যেন ছন্দে ফিরলেন জো রুট, বেন স্টোকসরা।
সঙ্গীতের পাশাপাশি খেলাধুলার একনিষ্ঠ উপাসক জ্যাগার। কিছুদিন আগে বার্সেলোনার ম্যাচ দেখেছেন। বিশ্বকাপে হ্যারি কেনদের স্টেডিয়ামে বসে সমর্থন করেছেন। অ্যাসেজ দেখেছেন। কয়েক মাস আগে ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালও দেখতে গিয়েছিলেন। এবার বিশ্বকাপের টানে ছুটে এলেন তিলোত্তমায়। এমনিতে গোটা বিশ্বকাপে নিজেদের নামের প্রতি একেবারেই সুবিচার করতে পারেননি ইংল্যান্ড তারকারা। তবে জ্যাগারের উপস্থিতিতে বেন স্টোকস, জো রুটরা জ্বলে উঠেছেন।
জ্যাগার কলকাতায় এসেছিলেন একদিন আগেই। শনিবার সন্ধ্যায় ইডেনে পৌঁছে যান তিনি। শোনা যাচ্ছে, তাঁর জন্য বিশেষ বাঙালি খাবারেরও আয়োজন করেছে সিএবি। আর শুধু ইংল্যান্ডের ম্যাচ নয়, ইডেনে আরও একটা খেলা দেখার কথা জ্যাগারের। সেটা বিশ্বকাপের সেমিফাইনাল। আগামী ১৬ নভেম্বর যে সেমিফাইনালের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। সেই ম্যাচেও মাঠে উপস্থিত থাকতে পারেন জ্যাগার।
ভারতীয় দল এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশির পরিচিত জ্যাগার। তাঁর সূত্র ধরেই কলকাতা আগমন জ্যাগারের। তাঁর জন্য বিশেষ বন্দোবস্তও করা হয়েছে সিএবির পক্ষ থেকে। এর আগেও বিশ্বকাপে বহু সেলেব্রিটির উপস্থিতি দেখেছে ইডেন। সেই তালিকায় নতুন একটা পালক জুড়ল শনিবার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.