Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: উইকেট পেয়েই নয়া কায়দায় সেলিব্রেশন, কাকে অনুকরণ করলেন বুমরাহ?

ভাইরাল হয়েছে এই নয়া সেলিব্রেশনের ভিডিও।

ICC World Cup 2023: Jasprit Bumrah celebrates his wicket in unique style | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 11, 2023 4:36 pm
  • Updated:October 11, 2023 4:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে খেলতে নেমে নজরকাড়া সেলিব্রেশন জশপ্রীত বুমরাহর (Jasprit Bumrah)। প্রথম উইকেট তুলে নিয়েই নতুন সেলিব্রেশনে মেতে উঠলেন তারকা পেসার। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল নতুন ভঙ্গিতে উদযাপনের ছবি। ক্রীড়ামহলের অনেকেই বলছেন, টেনিস কিংবদন্তি নোভাক জকোভিচ (Novak Djokovic) ও ইংল্যান্ডের ফুটবলার মার্কাস র‍্যাশফোর্ডের (Marcus Rashford) আদলেই এই সেলিব্রেশন করেছেন বুমরাহ। প্রসঙ্গত, ভারতের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। প্রথমে ব্যাট করতে নেমে বেশ ভালো ছন্দেই দেখাচ্ছিল আফগান ব্রিগেডকে। প্রথম ৬ ওভারের মধ্যেই ৩০ রান তুলে ফেলে আফগানিস্তান। সপ্তম ওভারে বল করতে আসেন বুমরাহ। ভারতকে প্রথম উইকেট এনে দেন তারকা পেসার। 

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপেও ইজরায়েল-হামাস সংঘর্ষের ছায়া, গাজার ‘ভাইবোন’দের জয় উৎসর্গ রিজওয়ানের]

আফগানিস্তান ওপেনার ইব্রাহিম জাদরানের ব্যাটের কাণায় লেগে সোজা চলে যায় উইকেট কিপারের হাতে। সহজ ক্যাচ ধরে ফেলেন কে এল রাহুল। উইকেট পেয়েই উচ্ছ্বাসে ফেটে পড়ে গোটা ভারতীয় দল। সেই সময়েই নতুন ভঙ্গিতে সেলিব্রেশন করেন বুমরাহ। মাথার পাশে আঙুল দিয়ে ঘোরাতে থাকেন। এই ভঙ্গিকে সাধারণত টেম্পল পয়েন্ট নামে ডাকা হয়। এইভাবে সেলিব্রেট করে থাকেন জকোভিচ ও র‍্যাশফোর্ড। তবে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কাউকে এই ভঙ্গিতে সেলিব্রেট করতে দেখা যায় না। কেন এভাবে সেলিব্রেট করলেন বুমরাহ, তা অবশ্য জানা যায়নি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)

তবে অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতীয় পেসারদের দাপটে সেভাবে ভালো রান তুলতে পারেনি আফগানিস্তান। মাত্র ৬৩ রানের মাথায় তিন উইকেট হারিয়ে ফেলে তারা। তবে আপাতত অধিনায়ক হাসমাতুল্লা শাহিদি ও আজমাতুল্লা ওমরজাইয়ের হাত ধরে লড়াকু স্কোর খাড়া করার চেষ্টা করছে আফগানিস্তান।

[আরও পড়ুন: বিশ্বকাপের মধ্যেই ফের উসকে গেল ‘আম’ বিতর্ক, ব্যাপারটা কী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement