Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ৪ রেকর্ডে নজর রোহিত-বিরাটদের

বাংলাদেশের জন্যও এই ম্যাচ গুরুত্বপূর্ণ।

ICC World Cup 2023: Indian stars look for 4 records | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 12, 2023 11:44 am
  • Updated:November 12, 2023 11:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপাত দৃষ্টিতে নিরামিষ ম্যাচ। অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো প্রবল পরাক্রমীদের হারানোর পর আজ দুর্বল নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামছে ভারত। বিশ্বকাপে যে ফর্মে ভারত রয়েছে, তাতে ডাচদের বিরুদ্ধে জয় নিয়ে কোনও সংশয় থাকার কথা নয়। তাও এই ম্যাচ গুরুত্বপূর্ণ দুটি কারণে।

এক, সেমিফাইনালের আগে এটিই ভারতের শেষ ম্যাচ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলার মহড়াটা এখান থেকেই সেরে নিতে চান কোচ রাহুল দ্রাবিড়। তাই সাফ জানিয়ে দিয়েছেন ডাচদের বদলে কোনও তারকাকে বিশ্রাম দেওয়া হবে না। এই ম্যাচের গুরুত্ব রয়েছে বাংলাদেশের জন্যও। কারণ, আজ কোনওক্রমে নেদারল্যান্ডস ভারতকে হারিয়ে দিলে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে সংশয় তৈরি হবে।

Advertisement

[আরও পড়ুন: ষাটোর্ধ্বর সঙ্গে উনিশের তরুণীর ‘পরকীয়া’! পরিবারের অমতে এ কী করল যুগল?]

এই ম্যাচের আরও একটা কারণে গুরুত্ব আছে। সেটা হল রেকর্ড। এই ম্যাচে অন্তত গোটা চারেক নজির গড়ে ফেলতে পারে পারেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। কী সেই রেকর্ড?
১। ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৯তম সেঞ্চুরিটি করে ফেলেছেন বিরাট। আজ নিজের ঘরের মাঠে (আইপিএলের হিসাবে) প্রথম ব্যাটার হিসাবে ওয়ানডে সেঞ্চুরির হাফ সেঞ্চুরিটি করে ফেলতে চাইবেন কোহলি। চিন্নাস্বামীর ব্যাটিং পিচে যার সমুহ সম্ভাবনা রয়েছে।
২। আজই অধিনায়ক হিসাবে ভারতীয়দের মধ্যে এক বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন রোহিত শর্মা। চলতি বিশ্বকাপে তাঁর সংগ্রহ ৪৪২ রান। ২০০৩ সালে সৌরভ গঙ্গোপাধ্যায় অধিনায়ক হিসাবে ৪৬৫ রান করেছিলেন। এদিন ২৪ রান করলেই সেই রেকর্ড গড়ে ফেলবেন রোহিত।

[আরও পড়ুন: রঙ্গলীলার ভিডিও প্রকাশ করব! নাম না করে অমিতাভ চক্রবর্তীর কেচ্ছা ফাঁসের হুঁশিয়ারি অনুপমের]

৩। আর একটা ছক্কা মারলেই রোহিত শর্মা এক ক্যালন্ডার বর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের মালিক হবেন। ২০১৫ সালে ৫৮টি ছক্কা মেরেছিলেন এ বি ডি’ভিলিয়র্স। রোহিতও ২০২৩ সালে ৫৮টি ছক্কা মেরেছেন। আর একটি মারলেই রেকর্ড তাঁর নামের পাশে লেখা হয়ে যাবে।
৪। ৪টি ছক্কা হাঁকাতে পারলে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার মালিক হবেন রোহিত। এ পর্যন্ত রোহিত ৪৫টি ছক্কা হাঁকিয়েছেন। বিশ্বকাপে সবচেয়ে বেশি ছক্কার মালিক আপাতত ক্রিস গেইল। তিনি মেরেছেন ৪৯টি ছয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement