Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: বিশ্বকাপ সমাপ্তি অনুষ্ঠানের আকাশে বায়ুসেনার হ্যাল বিমান! গ্যালারিতে তারকার মেলা

ফাইনাল দেখতে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রীও।

ICC World Cup 2023: Indian Air Force likely to conduct special show in final | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 17, 2023 9:43 am
  • Updated:November 17, 2023 9:43 am  

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ICC World Cup 2023) ফাইনালের আসর বসছে, ফাইনালে আবার খেলছে রোহিত শর্মার ভারত, আবহ জাঁকজমক থাকবে না কখনও হয়? কখনও সম্ভব? আমেদাবাদে ইংল‌্যান্ড বনাম নিউজিল‌্যান্ড দিয়ে গত ৫ অক্টোবর উদ্বোধন হয়েছিল বিশ্বকাপ ক্রিকেটের। কিন্তু সেই ম‌্যাচের আগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়নি। বরং গত ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম‌্যাচের আগে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছিল। যেখানে পারফর্ম করেছিলেন অরিজিৎ সিং, সুনিধি চৌহান, শঙ্কর মহাদেবনরা। এবং যা খবর, তাতে ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানেও যথেষ্ট জাঁকজমকের ব‌্যবস্থা থাকছে। 

[আরও পড়ুন: চব্বিশের প্রস্তুতি, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে শুরু বিধানসভা নির্বাচন, নজরে মহিলা ভোট]

খবর যা, তাতে বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেদাবাদে উপস্থিত থাকতে পারেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধান অতিথি হিসেবে। শোনা গেল, ফাইনাল দেখতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের দুই পূর্বতন বিশ্বজয়ী ভারত অধিনায়ক কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। উপস্থিত থাকছেন শচীন তেণ্ডুলকরও (Sachin Tendulkar)। ফাইনালের গ‌্যালারিতে সেমিফাইনালের মতোই থাকবেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি।

Advertisement

ভারত-পাকিস্তান ম‌্যাচের মতো এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের বন্দোবস্ত রাখা হয়েছে। যেখানে পারফর্ম করার কথা বলিউড গায়ক প্রীতম থেকে বিখ‌্যাত ব্রিটিশ গায়িকা ডুয়া লিপার। তবে সমাপ্তি অনুষ্ঠানের সেরা আকর্ষণ ভারতীয় বায়ুসেনার ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিমের’ শো। ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম’ দেশজুড়ে নানাবিধ ‘এয়ার শো’ করে থাকে। ন’টা বিমান আছে যাদের। এবং যারা আকাশে নানাবিধ ফর্মেশন সৃষ্টি করে। বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে দশ মিনিট পারফর্ম করবে ‘সূর্যকিরণ অ‌্যারোবেটিক টিম’। যার মহড়াও শুরু হয়ে যাবে শুক্রবার থেকে। একে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল। তার উপর এমন বিনোদনী জাঁকজমক। ১৯ নভেম্বরের আমেদাবাদ এরপর সুপারহিট না হয়ে যায় কোথায়? 

[আরও পড়ুন: চোট গুরুতর, বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সিরিজেও থাকছেন না হার্দিক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement