ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসন্ন বিশ্বকাপে (ICC World Cup 2023) ভারত-পাক মহারণ ১৫ অক্টোবর হওয়ার কথা আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। কিন্তু সম্ভবত পরিবর্তিত হতে পারে এই হাই ভোল্টেজ ম্যাচের দিনক্ষণ। এমনটাই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের।
নবরাত্রির প্রথম দিনই গুজরাটের স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে ওইদিন ম্যাচ করার সমস্যা রয়েছে বলে গুঞ্জন। আর তাই সম্ভবত ওইদিন নয়, অন্য কোনওদিন হতে পারে ভারত-পাক ম্যাচ। তবে এখনও পর্যন্ত বোর্ডের তরফে এই প্রসঙ্গে কিছু জানানো হয়নি। গুঞ্জন রয়েছে, ম্যাচ নাকি ১ দিন এগিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে ওই ম্যাচ হতে পারে ১৪ অক্টোবর।
সূত্রানুসারে, ভারত-পাক ম্যাচ (India-Pakistan) নিয়ে নিরাপত্তা সংস্থাগুলি বিসিসিআইকে সতর্ক করেছে। জানিয়েছে, নবরাত্রি যেহেতু ওইদিন থেকেই শুরু হচ্ছে, তাই সেদিন এই ম্যাচ হওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে। বোর্ডের উচিত দিনটি পরিবর্তন করা। এই পরামর্শকে গুরুত্ব দিয়ে বিবেচনা করছে বোর্ড, দাবি এমনটাই। কিন্তু শেষপর্যন্ত ম্যাচের তারিখ পরিবর্তন করা হবে কিনা তা নিশ্চিত নয়। এদিকে আগামিকাল দিল্লিতে আলোচনায় বসার কথা সব রাজ্য অ্যাসোসিয়েশনের।
আসলে একটি ম্যাচের তারিখ বদলানো মানে বহু কিছুর পরিবর্তন। বিষয়টা বেশ জটিল। কেননা একটি ম্যাচের সঙ্গে বহু বিষয় জড়িয়ে থাকে। একটি পরিবর্তনের অর্থ আরও বহু দিকে পরিবর্তন করা। এই পরিস্থিতিতে এটাই দেখার, শেষ পর্যন্ত বোর্ড নিরাপত্তা সংস্থাগুলির সতর্কবার্তা মেনে তারিখ বদলায় কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.