সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সদ্য প্রয়াত হয়েছেন কিংবদন্তি ভারতীয় স্পিনার বিষাণ সিং বেদী (Bishan Singh Bedi)। সেই মর্মান্তিক ঘটনার পরে প্রথমবার বিশ্বকাপের (ICC World Cup 2023) ম্যাচ খেলতে নামল ভারত। রবিবার ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে ম্যাচ খেলার সময়ে কালো ব্যান্ড হাতে বেঁধে খেলতে নামেন রোহিত শর্মারা। বিসিসিআইয়ের তরফেও টুইট করে জানানো হয়, বেদীর স্মৃতিতেই কালো ব্যান্ড পরে খেলবে গোটা ভারতীয় দল। প্রসঙ্গত, গত ২৩ অক্টোবর চিরঘুমের দেশে চলে যান বাঁহাতি স্পিনার বিষাণ বেদী (Bishan Singh Bedi)।
#TeamIndia will be wearing Black Armbands in memory of the legendary Bishan Singh Bedi before the start of play against England in the ICC Men’s Cricket World Cup 2023.#CWC23 | #MenInBlue | #INDvENG
— BCCI (@BCCI) October 29, 2023
এদিন ম্যাচ শুরুর আগেই ভারতীয় বোর্ডের তরফে জানানো হয় বেদীর স্মৃতিতে কালো ব্যান্ড পরে নামবেন বিরাট কোহলিরা। খেলা চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময়ে রবি শাস্ত্রীর মুখেও শোনা যায় বেদীর নাম। শাস্ত্রী জানান, প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক ম্যাচটি ছিল কিংবদন্তি স্পিনারের শেষ ফার্স্ট ক্লাস ম্যাচ। সেখানেও পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন বেদী।
তবে চলতি বিশ্বকাপে আগেও কালো ব্যান্ড পরে খেলতে দেখা গিয়েছে ক্রিকেটারদের। ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের ক্রিকেটাররা কালো ব্যান্ড পরে মাঠে নেমেছিলেন। দেশের দুর্গত মানুষের পাশে থাকার বার্তা দিয়েই কালো ব্যান্ড ছিল রশিদ খানদের হাতে।
অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে শুরুটা মোটেও ভালো হল না ভারতের। প্রথম পাওয়ার প্লেতেই দুই উইকেট হারিয়েছে মেন ইন ব্লু। শুভমান গিল ও বিরাট কোহলি- দুজনেই ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে। কিং কোহলি মাত্র শূন্য রানে আউট হন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.