Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

২ দশক পর বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুযোগ, কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?

আজ ছয়ে ৬ করার লক্ষ্যে ভারত।

ICC World Cup 2023: India out to end World Cup jinx against England | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 29, 2023 9:52 am
  • Updated:October 29, 2023 9:52 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ২০০৩ বিশ্বকাপ। তার পর আর বিশ্বকাপে (ICC World Cup) ইংল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি ভারত। অবশ্য সে সুযোগও বেশি আসেনি। ২০০৩ সালের পর ২০১১ সালে একবার সাক্ষাৎ হয়েছিল দু দেশের। সেবারের রোমহর্ষক ম্যাচ টাই হয়ে যায়। তার পর আবার ২০১৯ বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়। এবার সামান্য ব্যবধানে হারে ভারত। এর মধ্যে টি-২০ বিশ্বকাপেও (T-20 World Cup) অবশ্য হারানো যায়নি ইংরেজদের।

এবার ঘরের মাঠে ভারতের কাছে সুবর্ণ সুযোগ রয়েছে সেই খরা কাটানোর। কারণ রবিবারের মহারণের আগে দুই দলের অবস্থা সম্পূর্ণ দুরকম। একদিকে ভারত ৫ ম্যাচের পাঁচটিই জিতেছে। অন্যদিকে ইংল্যান্ড ৫ ম্যাচে মাত্র একটিতে জিতে বিশ্বকাপ থেকে কার্যত ছিটকে গিয়েছে। এই পরিস্থিতিতে লখনউয়ের ঘূর্ণিতে ভারতকে রুখে দেওয়া বেশ কঠিন হবে ইংরেজদের পক্ষে। ইংল্যান্ডকে হারাতে ভারতকেও অবশ্য কাঠখড় পোড়াতে হবে। ভারতীয় দলেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

Advertisement

[আরও পড়ুন: ১৬০০ কোটি তছরুপের অভিযোগ, ইডির জালে অশোকা বিশ্ববিদ্যালয়ের দুই প্রতিষ্ঠাতা]

ভারতীয় শিবির সূত্রের খবর, লখনউয়ের ঘূর্ণিতে বাড়তি একজন স্পিনার খেলানো হতে পারে। কিন্তু সমস্যা হল হার্দিকের অনুপস্থিতিতে ভারতীয় দলের ব্যালেন্স অনেকটাই বিগড়েছে। তিন স্পিনার খেলাতে গেলে রোহিতের হাতে পেস বোলিংয়ের বিকল্প থাকবে মাত্র দুজন। তবু টিম ইন্ডিয়া নিরুপায়। লখনউতে সম্ভবত ৩ স্পিনারই নামবেন। সেক্ষেত্রে দলে ফিরবেন অশ্বিন (Ravichandran Ashwin)। কিন্তু কার জায়গায়? ভারতীয় টিম ম্যানেজমেন্ট শুরু থেকেই দুই পেসার হিসাবে বুমরাহ এবং সিরাজকে প্রাধান্য দিয়ে আসছে। তবে আগের ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পর মনে হয় না লখনউতে শামিকে বসানো হবে। সেক্ষেত্রে সম্ভবত সিরাজকেই রবিবার বিশ্রাম দেওয়া হবে। দুই পেসার হিসাবে খেলবেন শামি এবং বুমরাহ।

[আরও পড়ুন: কেন্দ্রে ক্ষমতায় এলে দু ঘণ্টার মধ্যে জাতিগত জনগণনা! বড় ঘোষণা রাহুলের]

লখনউতে ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, কূলদীপ যাদব

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement