Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: জোড়া সেঞ্চুরির পর বিরাট-রোহিতের বোলিং, নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপে অপরাজিত ভারত

১৬০ রানে জয়ী ভারত।

ICC World Cup 2023: India beats Netherlands in World Cup | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 12, 2023 9:34 pm
  • Updated:November 12, 2023 10:03 pm  

ভারত: ৪১০/৪ (শ্রেয়স ১২৮*, রাহুল ১০২)

নেদারল্যান্ডস: ২৫০ (তেজা ৫৪, বুমরাহ ২/৩৩, কুলদীপ ২/৪১)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে ব্যাট করে রানের পাহাড় গড়ো। তার পর বিপক্ষের ব্যাটিং লাইন আপ ফালাফালা করে দেবে বোলাররা। চলতি বিশ্বকাপের (ICC World Cup 2023) শেষ কয়েকটা ম্যাচে এটাই ভারতের জয়ের মন্ত্র। সেই ফর্মুলাতেই রবিবার নেদারল্যান্ডসকে (India vs Netherlands) উড়িয়ে দিল ভারত। ১৬০ রানের বিশাল ব্যবধানে জিতে সেমিফাইনালের প্রস্তুতিও সেরে রাখল রোহিত ব্রিগেড। শ্রেয়স-রাহুলের সেঞ্চুরির পরে বিরাট কোহলি (Virat Kolhi)-রোহিত শর্মাদের (Rohit Sharma) বোলিংও দেখল রবিবারের চিন্নাস্বামী। উইকেটও পেলেন ব্যাট হাতে ইতিহাস গড়া দুই ভারতীয় তারকা।

দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে দল নিয়ে কোনও পরীক্ষানিরীক্ষার পথে হাঁটেনি ভারত। নিজেদের সেরা একাদশ নিয়েই এদিন মাঠে নামে টিম (India Cricket Team)। শুরু থেকেই ঝোড়ো গতিতে রান তুলতে শুরু করেন রোহিত শর্মা ও শুভমান গিল। উইকেট পড়লেও রানের গতি কমাননি ভারতীয় ব্যাটাররা। প্রথম তিন ব্যাটারই হাফসেঞ্চুরি করে মাঠ ছাড়েন। তিন উইকেট পড়তে ভারতীয় ইনিংসকে ফিফথ গিয়ারে নিয়ে যান শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল। দুই তারকার ঝোড়ো সেঞ্চুরিতেই চারশো রানের গণ্ডি পেরিয়ে যায় ভারত। ২০৮ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা। ডাচদের ৪১১ রানের টার্গেট দেয় রোহিত ব্রিগেড। 

[আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের, গ্যালারিতে কীভাবে উদযাপন কোহলিপত্নী অনুষ্কার?]

তবে অসহায় আত্মসমর্পণ করেনি কমলা জার্সিধারীরা। দ্বিতীয় ওভারে উইকেট বারেসির হারালেও ঘুরে দাঁড়ানোর লড়াই করেন ম্যাক্স ডা’উড ও কলিন অ্যাকারমেন। ভাল ইনিংস খেলেন অ্যাঙ্গেলব্রেখট। হাফসেঞ্চুরি করেন ভারতীয় বংশোদ্ভূত তেজা নিদামানুরু। তবে শেষ পর্যন্ত আড়াইশো রানেই থেমে গেল ডাচদের লড়াই। দুটি করে উইকেট পেলেন জশপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা। ১৬০ রানে ম্যাচ জিতে সেমিফাইনাল খেলতে নামবে অপরাজিত ভারত। 

রবিবারের ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ভারতের বোলিং। বুমরাহ-সিরাজদের পাশাপাশি হাত ঘোরালেন বিরাট-রোহিতরা। দুই ব্যাটারের খাতায় গেল দুটি উইকেটও। নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ১৭ রানে আউট করেন বিরাট। ডাচদের সর্বোচ্চ রান করা তেজাকে প্যাভিলিয়নে ফিরিয়ে দলের জয় নিশ্চিত করলেন রোহিত। টানা নয় ম্যাচ জিতে বুধবার সেমিফাইনালে ভারত। ২০১৯ বিশ্বকাপের বদলা হবে কি?  

[আরও পড়ুন: ডাচদের বিরুদ্ধে শতরানের সঙ্গে জোড়া রেকর্ড! কী বলছেন লোকেশ রাহুল?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement