সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (ICC World Cup 2023) কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ২০১১ সালের পর আবার দেশের মাটিতে বসবে মেগা টুর্নামেন্টের আসর। সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ খেলা হবে ইডেন গার্ডেন্সে। বিশ্বকাপের ম্যাচ দেখতে মুখিয়ে রয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। আপাতত তাঁদের একটাই প্রশ্ন, বিশ্বকাপ (Cricket World Cup 2023) দেখার টিকিট কবে মিলবে? সুত্রের খবর, খুব তাড়াতাড়িই বিশ্বকাপের টিকিট ছাড়া শুরু করতে পারে আইসিসি।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে টুর্নামেন্টের সূচনা। ১৫ অক্টোবর এই মাঠেই হবে ভারত-পাক (India vs Pakistan) মহারণও। এছাড়াও ভারতের ন’টি কেন্দ্রে গ্রুপ পর্যায়ের ৯টি ম্যাচ খেলবে মেন ইন ব্লু। ঘরের মাঠে রোহিত ব্রিগেডের খেলা দেখতে ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, সেকথা বলাই বাহুল্য।
কলকাতার ক্রিকেটপ্রেমীদের জন্যও বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) টানটান প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করার সুযোগ রয়েছে। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ খেলা হবে ক্রিকেটের নন্দনকাননে। এছাড়াও গতবারের বিশ্বজয়ী ইংল্যান্ড দলের খেলাও চাক্ষুষ করতে পারবেন কলকাতাবাসী। এছাড়াও রয়েছে বিশ্বকাপের সেমিফাইনাল। ১৯৯৬ সালের পর এই প্রথমবার ইডেনে (Eden Gardens) হতে চলেছে এই নকআউট ম্যাচ। শেষ চারের যুদ্ধে যদি ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়, সেই মেগাম্যাচও হবে কলকাতাতেই।
দুর্গাপুজোর পরেই কলকাতায় জাঁকিয়ে বসবে ক্রিকেট উৎসব। সূত্রের খবর, জুলাই মাস থেকেই মিলতে পারে বিশ্বকাপের টিকিট। আগামী সপ্তাহ থেকেই বিশ্বকাপের টিকিট ছাড়া শুরু করবে আইসিসি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, টিকিট কাটার পুরো প্রক্রিয়াকেই ডিজিটাল করতে চাইছে ক্রিকেটের নিয়ামক সংস্থা। ফলে ঘরে বসেই পছন্দমতো টিকিট কেটে নেওয়া যাবে। টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলার মধ্যেও পড়তে হবে না ক্রিকেটপ্রেমীদের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.