সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাক বোর্ডের নালিশই সার। ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে সম্ভবত কোনও পদক্ষেপই করতে পারবে না আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। আসলে আইসিসি নিজেদের নিয়মেই বাঁধা পড়ে রয়েছে।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কোনও সমর্থক ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার করলে বা অন্য কোনও নিয়ম ভঙ্গ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু আহমেদাবাদে যা যা ঘটনা ঘটেছে, সব কিছুই হয়েছে সম্মিলিতভাবে। পাক বোর্ড যা যা অভিযোগ করেছে সেগুলিও আহমেদাবাদে উপস্থিত হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে। নির্দিষ্ট কোনও সমর্থকের বিরুদ্ধে নয়। আর একসঙ্গে হাজার হাজার সমর্থকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া সম্ভব নয়। তাই আইসিসি চাইলেও ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যম আইসিসির এক সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে যে অভিযোগ পাক বোর্ড তুলেছে, আইসিসি (ICC) সেটাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে। কিন্তু কারও বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করার উপায় নেই। কারণ আইসিসির যা নিয়ম আছে সব ব্যক্তিবিশেষের জন্য। তাই এক্ষেত্রে বড় পদক্ষেপ করা খুবই কঠিন। বড়জোর ভারতীয় বোর্ডকে সতর্ক করে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, আহমেদাবাদের নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়ামে শনিবার বাবর আজমকে টিটকিরি দেওয়া হয়েছিল। আর মহম্মদ রিজওয়ানকে (Mohammad Rizwan) লক্ষ্য করে দেওয়া হয়েছিল ‘জয় শ্রীরাম’ ধ্বনি। যার প্রতিবাদে এবার আইসিসির কাছে নালিশ জানায় পিসিবি। পাক বোর্ডের বক্তব্য ছিল, আহমেদাবাদে ভারতীয় সমর্থকরা পাকিস্তান ক্রিকেটারদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। কিন্তু যা পরিস্থিতি তাতে সেই নালিশ বিফলেই যাবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.