Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: বিরাটের টুইট একমাস পর ‘কপি’ করে ব্যাপক ট্রোল হচ্ছেন রশিদ খানের সতীর্থ! ব্যাপারটা কী?

বিরাটকে নকল করতে গিয়ে কটাক্ষের শিকার!

ICC World Cup 2023: Ibrahim Zadran copies Virat Kohli’s tweet to remember Afghanistan’s win over Pakistan, gets trolled by fans। Sangbad Pratidin

পাকিস্তানকে হারিয়ে এভাবেই সেলিব্রেশন করেছিলেন বিরাট। ফাইল ছবি

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 28, 2023 12:22 pm
  • Updated:November 28, 2023 12:22 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এভাবে কেউ ট্রোল হতে পারেন! ইদানিং সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে কটাক্ষের শিকার হচ্ছেন আফগানিস্তানের (Afghanistan) ইব্রাহিম জারদান (Ibrahim Zadran)! কিন্তু কেন রশিদ খানের (Rashid Khan) জাতীয় দলের সতীর্থ এমন বিপদে পড়লেন? আসলে বিরাট কোহলির (Virat Kohli) একটি টুইট ‘কপি’ করে X হ্যান্ডেলে হুবহু তুলে দিয়েছেন আফগান ব্যাটার। আর সেইজন্য নেটিজেনরা তাঁকে বিদ্ধ করছেন।

২০২২ সালের ২৩ অক্টোবর। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে (Pakistan) ৪ উইকেটে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া (Team India)। চাপের মুখে আগাগোড়া দাপটের সঙ্গে ব্যাট করেন বিরাট। তাঁর ৫৩ বলে ৮২ রানের ইনিংসের জন্য মেলবোর্নের রুদ্ধশ্বাস ম্যাচে জয়ের মুখ দেখেছিল রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে জয়ের পর ২০২২ সালের ২৬ নভেম্বর X হ্যান্ডেলে বিরাট লিখেছিলেন, ‘২০২২ সালের ২৩ অক্টোবর দিনটা সবসময় আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে থাকবে। এর আগে কখনও কোনও ক্রিকেট ম্যাচে এত উত্তেজিত বোধ করিনি। ওই সন্ধ্যাটা অত্যন্ত আশীর্বাদধন্য ছিল।’

Advertisement

[আরও পড়ুন: কোন কারণে মোহনবাগানের পাঁচ গোলে হার? অকপটে জানিয়ে দিলেন জুয়ান ফেরান্দো]

 

 

এবারের বিশ্বকাপে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে আফগানিস্তান। সেই ম্যাচটাও ছিল কাকতালীয়ভাবে ২৩ অক্টোবর। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে জিতে ইতিহাস গড়েছিলেন রশিদ খান-নূর আহমেদরা। ১১৩ বলে ৮৭ রান করে ম্যাচের সেরা হয়েছিলেন ইব্রাহিম। বিরাট যেমনভাবে পাকিস্তানকে হারিয়ে একমাস পর টুইট করেছিলেন, ঠিক সেভাবেই ২৫ নভেম্বর পোস্ট করেছেন জাদরান। আফগান ব্যাটার লিখেছেন, ‘২০২৩ সালের ২৩ অক্টোবর দিনটা সবসময় আমার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে থাকবে। এর আগে কখনও কোনও ক্রিকেট ম্যাচে এত উত্তেজিত বোধ করিনি। ওই সন্ধ্যাটা অত্যন্ত আশীর্বাদধন্য ছিল।’

নেটিজেনদের দাবি, বিরাটের দেখাদেখি আফগান ব্যাটার তাঁর দেশের জয় এবং নিজের পরফরম্যান্সকে সেলিব্রেট করতে চেয়েছিলেন। কিন্তু কিং কোহলির টুইটের বয়ানের তাঁর টুইট হুবহু মিলে যাবে কে জানত! আর তাই সোশাল মিডিয়াতে ব্যাপকভাবে ট্রোল হচ্ছেন ইব্রাহিম।

[আরও পড়ুন: একদিনের ক্রিকেটেও অনায়াসে পারফর্ম করবেন রিঙ্কু! দাবি তাঁর কোচের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement