Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: বিশ্বকাপে ভরাডুবির পর দেশে ফিরছেন না এক পাক তারকা, কে তিনি?

রবিবারই ভারত ছাড়ছেন পাক তারকারা।

ICC World Cup 2023: Hassan Ali likely to stay back in India, Pakistan team departs | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 12, 2023 3:43 pm
  • Updated:November 12, 2023 3:43 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শেষ। ট্রফি জয় দূর, শেষ চারে পর্যন্ত পৌঁছতে পারেনি পাকিস্তান (Pakistan)। একরাশ হতাশা নিয়েই দেশে ফিরছেন বাবর আজমরা। শনিবাসরীয় ইডেনেই যে পাকিস্তানের কাপ-অভিযান শেষ হতে চলেছে, তা স্পষ্ট হয়ে যায় টসের পরই। কারণ পরে ব্যাট করার ক্ষেত্রে যে সব শর্ত পূরণ করে ম্যাচ জিততে হত বাবর আজমদের, তা শুধু অসম্ভবই নয়। ঘোর অবাস্তবও বটে।

সেসব শর্ত পূরণ তো পরের কথা, শেষ পর্যন্ত ম্যাচটাই জিততে পারেনি পাকিস্তান। অতএব রবিবার কলকাতা থেকেই দেশে ফেরার পর্ব শুরু হচ্ছে পাকিস্তানের। রবিবাসরীয় সকালের বিমানেই শহর ছাড়েন দলের একঝাঁক সদস্য। বাকিরা ফিরবেন সন্ধ্যার বিমানে। রবিবারের মধ্যেই গোটা পাক দল ভারতের মাটি ছাড়বে বলেই খবর। তবে এখনও বেশ কিছুদিন ভারতে থাকবেন হাসান আলি (Hassan Ali)। 

Advertisement

[আরও পড়ুন: ‘গত ৫০ ওভারে এটাই টিম ইন্ডিয়ার সেরা বোলিং অ্যাটাক!’ শাস্ত্রীর মন্তব্যে তোলপাড় ভারতীয় ক্রিকেট]

পাক স্পিডস্টার আরও কয়েকটা দিন ভারতেই থাকবেন অতিথি হিসাবে। এই পাক ক্রিকেটার হাসান আদতে ভারতের জামাই। হরিয়ানার মেয়ে সামিয়া আরজুর সঙ্গে ২০১৯ সালে বিয়ে হয়েছে তাঁর। সামিয়ার আত্মীয়দের সঙ্গে দেখাসাক্ষাৎ করার জন্যই দলের সঙ্গে পাকিস্তান ফিরছেন না তিনি। ২২ নভেম্বর হাসান ফেরার বিমান ধরবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, হাসানের শ্বশুরবাড়ি দিল্লিতে। সেখানেই থাকতে পারেন পাক পেসার।

অন্যদিকে, বিশ্বকাপে ব্যর্থতার পরে বড়সড় বদল আসতে পারে পাক ক্রিকেটে। দলের প্রধান নির্বাচক, ডিরেক্টর অফ ক্রিকেট এবং কোচিং স্টাফে বড়সড় রদবদল আসতে চলেছে। একাধিক সূত্রের দাবি, কোচের তালিকায় শোয়েব মালিকের নামও রয়েছে। তাঁকে নাকি জাতীয় টি-টোয়েন্টি দলের দায়িত্বও দেওয়া হতে পারে। এর আগে ওয়াকার ইউনিস এর আগে দুবার পাক জাতীয় দলের হেড কোচের দায়িত্ব পালন করেছেন। আফ্রিদিও এর আগে জাতীয় দলের মুখ্য নির্বাচক পদ সামলেছিলেন। 

[আরও পড়ুন: ওয়ানডেতে একবছরে সবচেয়ে বেশি ছক্কা, ডে’ভিলিয়ার্সকে টপকে নজির রোহিতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement