Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: কবে ফিরছেন হার্দিক? শ্রীলঙ্কা ম্যাচের আগে ইঙ্গিত দিয়ে গেলেন রোহিত

চলতি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক।

ICC World Cup 2023: Hardik Pandya recovering well, says Rohit Sharma | Sangbad Pratidin

গত বছরের বিশ্বকাপে পায়ে চোট পান হার্দিক

Published by: Anwesha Adhikary
  • Posted:November 1, 2023 6:02 pm
  • Updated:November 1, 2023 8:41 pm  

আলাপন সাহা, মুম্বই: কবে মাঠে ফিরবেন হার্দিক পাণ্ডিয়া? ম্যাচ চলাকালীন চোট পাওয়ার পর থেকে এই প্রশ্নই ঘোরাফেরা করছে ভারতীয় ক্রিকেটমহলে। তবে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগে হার্দিককে নিয়ে মুখ খুললেন অধিনায়ক রোহিত শর্মা। জানালেন, খুব দ্রুত মাঠে নামবেন হার্দিক। 

বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, আপাতত হার্দিকের (Hardik Pandya) অভাব বোঝা না গেলেও দলের ভারসাম্য রাখতে তাঁকে খুবই দরকার। হার্দিক নিজেও মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। বিসিসিআই (BCCI) সূত্রে খবর, একেবারে সেমিফাইনালে নামানো হতে পারে তারকা অলরাউন্ডারকে।

Advertisement

চলতি বিশ্বকাপে বাংলাদেশ ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন হার্দিক। তার পর থেকে রিহ্যাবে ভারতীয় (Indian Cricket Team) অলরাউন্ডার। দ্রুত ফিট করে দলে ফিরতে মরিয়া তিনি। সব ঠিকঠাক থাকলে কি লঙ্কাবাহিনীর বিরুদ্ধেই কামব্যাক করবেন হার্দিক? একটি রিপোর্ট অনুযায়ী, হার্দিক ফিট হয়ে গেলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁকে নাও খেলানো হতে পারে। আবার অন্য একটি খবর বলছে, এই ম্যাচেই নামার সম্ভাবনা তাঁর।

[আরও পড়ুন: খোদ মুখ্যমন্ত্রীর ‘ভুল’ চিকিৎসা, শারীরিক সমস্যা নিয়ে মুখ খুললেন মমতা]

এই গুজব ছড়িয়ে পড়তেই মুখ খুলেছে বিসিসিআইয়ের একটি সূত্র। সেখানেই সাফ জানিয়ে দেওয়া হয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার কোনও সম্ভাবনা নেই হার্দিকের। এমনকি ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও মাঠে নামবেন না তিনি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে খেলবে ভারত। সম্ভবত সেই ম্যাচে ফিরতে পারেন হার্দিক। তবে ডাচদের বিরুদ্ধেও হার্দিককে না খেলানোর পক্ষপাতী টিম ম্যানেজমেন্ট । আপাতত এনসিএতে সুস্থ হচ্ছেন হার্দিক। তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রাখছে ভারতীয় দল।

বিসিসিআই সূত্রে খবর, হার্দিকের চোট খুব সাংঘাতিক নয়। বেশ ভালোই রিকভারি করছেন তিনি। নেদারল্যান্ডসের বিরুদ্ধেই মাঠে নামার মতো ফিট হয়ে যাবেন। তবে সরাসরি তাঁকে সেমিফাইনালেও নামানো হতে পারে। তবে শ্রীলঙ্কা ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে রোহিত জানান, হার্দিকের চোটের দিকে নজর রাখছে টিম ম্যানেজমেন্ট। খুব দ্রুতই তাঁকে মাঠে দেখা যেতে পারে। তবে কোন ম্যাচ থেকে ফের নীল জার্সিতে দেখা যাবে অলরাউন্ডারকে, তা অবশ্য খোলসা করেননি রোহিত। 

[আরও পড়ুন: বিশ্বভারতীর ফলক বিতর্কে আরও কড়া রাজ্যপাল, ‘অন্যায় বরদাস্ত করা হবে না’, দিলেন হুঁশিয়ারি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement