Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: ধোনির সংসারে মিল ছিল, রোহিতের সংসারে আছে কি? অজি যুদ্ধের দিনই প্রশ্ন তুলে দিলেন হরভজন

বিরাটের জন্য আদৌ কেউ বিশ্বকাপ জিততে চায় কী? প্রশ্ন প্রাক্তন স্পিনারের।

ICC World Cup 2023: Harbhajan Singh doesn't feel the current Indian team wants to win the Cricket World Cup for Virat Kohli | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 8, 2023 11:40 am
  • Updated:October 8, 2023 11:43 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের বিশ্বকাপ অভিযান শুরুর দিনই টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দিলেন হরভজন সিং (Harbhajan Singh)। তাঁর বক্তব্য, ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতের যে দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলটা ঐক্যবদ্ধ ছিল। কিন্তু রোহিত শর্মার ভারতীয় দলে সেই রকমের ঐক্য নেই। বস্তুত বিরাট-রোহিতের দ্বন্দ্ব নিয়ে যে কল্পকথা প্রায় হাফ দশক ভারতীয় ক্রিকেটকে বিদ্ধ করেছে, সেই দ্বন্দ্বের দিকেই ইশারা করছেন হরভজন।

‘ভাজ্জি’ নিজেও ২০১১ বিশ্বকাপজয়ী দলের সদস্য। সম্ভবত ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই তাঁর মনে হয়েছে, ২০১১ সালের ওই ভারতীয় দল অনেক সংঘবদ্ধ ছিল। প্রত্যেকেই শচীন তেণ্ডুলকরের জন্য বিশ্বকাপ জিততে চাইছিলেন। কিন্তু বিরাট কোহলি সম্ভবত সেই সম্মানের জায়গাটা এখনও তৈরি করতে পারেননি। বিরাটের জন্য সকলে বিশ্বকাপ জিততে চাইবে সেই পরিস্থিতি নেই।

Advertisement

[আরও পড়ুন: বিতর্কের জের, আহমেদাবাদে ভারত-পাক ম্যাচের বাড়তি টিকিট ছাড়ল বিসিসিআই]

হরভজন বলছেন,”২০২১১ এবং ২০২৩ বিশ্বকাপের দুটি দলের মধ্যে বিস্তর পার্থক্য। ২০১১ বিশ্বকাপের দল অনেক বেশি ঐক্যবদ্ধ ছিল। ওই দলের সকলে শচীনের (Sachin Tendulkar) জন্য বিশ্বকাপ জিততে চেয়েছিল। কিন্তু এই দলটার ব্যাপারে আমি ততটা নিশ্চিত নই। জানি না কেউ বিরাটের জন্য বিশ্বকাপ জিততে চায় কিনা। তাঁরা শুধু দেশের জন্য জিততে চায়। এটাই সবচেয়ে বড় পার্থক্য।”

[আরও পড়ুন: আজ বিশ্বকাপ অভিযান শুরু ভারতের, রোহিতদের সমর্থনে ‘রূপ বদল’ ‘সংবাদ প্রতিদিন’-এর]

যদিও হরভজন শেষে বলেছেন, দেশের জন্য জেতার তাগিদ তাতাবে টিম ইন্ডিয়াকে (Team India)। তিনি বলছেন,”সকলেই দেশের জন্য জিততে হবে। কোনও ব্যক্তির জন্য নয়। বিরাট কোহলিও দেশের জন্য জিততে চায়। আর নিজের জন্য জেতাটা বোনাস। এটা আমার বিশ্বাস।” ভাজ্জির বক্তব্য,”দেশের জন্য খেলো, দেশের পতাকাটার জন্য খেলো।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement