সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার ভারতীয় দলে শার্দূল ঠাকুরই চিন্তার কারণ। টিম ইন্ডিয়া-কে নিয়ে চিন্তার কথা শোনালেন দেশের প্রাক্তন ক্রিকেটার রবিন উত্থাপ্পা। প্রাক্তন ক্রিকেটার বলছেন, শার্দূল ঠাকুর উইকেট নিতে দক্ষ। তবে রান বাঁচানোর দিকে লক্ষ্য রাখতে হবে তাঁকে। রবিন উত্থাপ্পা নিজের ইউটিউব চ্যানেলে বলছেন, ”শার্দূল ঠাকুর ভারতের চিন্তার কারণ হতে পারে। ও উইকেট নেয় ঠিকই কিন্তু শার্দূল প্রচুর রান দিয়ে ফেলে। এই দিকে ওকে নজর দিতে হবে।”
বলের পাশাপাশি ব্যাটের হাতও ভাল শার্দূল ঠাকুরের। প্রয়োজনের সময়ে জ্বলে উঠতে পারেন ব্যাটার শার্দূল। রবিন উত্থাপ্পা বলছেন, ”শার্দূল উইকেট নিতে দক্ষ। কিন্তু উইকেট না পেলে ও প্রচুর রান দিয়ে ফেলে। সিএসকে-তে থাকার সময়ে আমরা আদর করে শার্দূলকে সোনার হাত বলে ডাকতাম। আমি নিশ্চিত ভারতীয় দলেও ওর ভূমিকা একই থাকবে।”
এদিকে ভারতের ১৫ জনের দলে শেষ মুহূর্তে ঢুকে পড়েছেন রবিচন্দ্রন অশ্বিন। চোটের জন্য ছিটকে গেলেন অক্ষর প্যাটেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অক্ষরের জায়গায় রবি অশ্বিনকে জায়গা দেওয়া হয়েছিল। তখনই তুঙ্গে ওঠে জল্পনা যে বিশ্বকাপের দলে থাকবেন অশ্বিন। সেই মতোই বৃহস্পতিবার আইসিসি জানিয়ে দেয় ভারতের দল। ১৫ জনের দলে জায়গা পেয়েছেন অশ্বিন। তিনিই খেলবেন বিশ্বকাপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.