সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) শুরুর আগে বাংলাদেশ ক্রিকেটে গৃহযুদ্ধ। অধিনায়ক শাকিব আল হাসানের আপত্তিতে শেষপর্যন্ত সিনিয়র ওপেনার তামিম ইকবালকে (Tamim Iqbal) ছাড়াই ভারতে খেলতে আসছেন বাংলার টাইগাররা। মঙ্গলবার তামিমকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে দিয়েছে বিসিবি।
বিশ্বকাপের দল ঘোষণার পর থেকে বাংলাদেশ ক্রিকেটে (Bangladesh Cricket) অশান্তি আর কমছে না। তামিম বাদ পড়ায় বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল (Nafees Iqbal) সরে দাঁড়িয়েছেন জাতীয় দলের অপারেশনস ম্যানেজারের কাজ থেকে। সম্পর্কে তামিমের দাদা নাফিস। গতবছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে নাফিসকে জাতীয় দলের কর্মী হিসেবে নিয়োগ করা হয়েছিল। তার পর থেকেই তাঁকে সরিয়ে দেওয়ার জল্পনা শুরু হয়েছিল। যদিও তা বাস্তবায়িত হয়নি।
খবরের ভিতরের খবর বলছে, শাকিব নিজেও ম্যানেজার হিসেবে চান না নাফিসকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট নাজমুল হাসানকেও তা জানিয়েছেন শাকিব। বাংলাদেশের দল ঘোষণার পরেই খবর এল নাফিস দায়িত্ব ছাড়ছেন।
বাংলাদেশ (Bangladesh Cricket Team) টিম ম্যানেজমেন্টের চিন্তাভাবনায় ছিলেন তামিম। কিন্তু চোটের জন্য দীর্ঘদিন ধরেই ভুগছেন তিনি। তবু তামিম ম্যানেজমেন্টকে জানান, বিশ্বকাপে তাঁকে নিয়ে যাওয়া হলে গোটা পাঁচেক ম্যাচ তিনি খেলে দিতে পারবেন। দলের সিনিয়র ওপেনারকে এই ‘হাফ ফিট’ অবস্থায় বিশ্বকাপে আনতে চাননি শাকিব। এমনকী তাঁকে দলে নেওয়া হলে তিনি অধিনায়কত্ব ছেড়ে দেবেন বলেও হুঁশিয়ারি দেন বাংলাদেশ অধিনায়ক। এমনটাই দাবি করে বাংলাদেশের সংবাদমাধ্যমের একাংশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.