Advertisement
Advertisement
ICC World Cup 2023 Final

ICC World Cup 2023 Final: পাক বধের পিচেই ফাইনাল, মেগা ম্যাচের আগে উইকেট নিয়ে কী বলছেন কামিন্স?

পিচ নিয়ে বিতর্কের মাঝেই সরব অজি অধিনায়ক।

ICC World Cup 2023 Final: Pat Cummins opens up on playing India on used pitch | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 18, 2023 2:51 pm
  • Updated:November 18, 2023 3:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023 Final) ফাইনালের আগে ফের আলোচনার তুঙ্গে উঠে এল ম্যাচের পিচ। সেমিফাইনালের মতোই ফাইনালেও পুরনো পিচেই খেলতে নামবে ভারতীয় দল। সাংবাদিক সম্মেলনে এসে এই কথা জানিয়ে দেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। তার পর থেকেই জোর চর্চা ক্রিকেটমহলে। আবারও অভিযোগ উঠছে, তাহলে কি বিশ্বকাপ জিততে অস্ট্রেলিয়ার (India vs Australia) বিরুদ্ধে ফরমায়েশি পিচ বানাতে চাইছে ভারত? সাংবাদিক সম্মেলনে এই বিষয়গুলো নিয়েও মুখ খুললেন কামিন্স নিজেই।

ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) সেমিফাইনাল শুরুর আগেই পিচ বিতর্কে উত্তাল হয়েছিল বিশ্বকাপ। অভিযোগ ছিল, আইসিসি যে পিচ বেছে দিয়েছে বিশ্বকাপ সেমিফাইনালের জন্য, সেই পিচই বদলে দিয়েছে ভারত। নতুন পিচের বদলে ব্যবহৃত পিচে খেলতে চাইছে রোহিত ব্রিগেড। তুমুল বিতর্কের মধ্যেই আইসিসি জানিয়ে দেয়, পিচ নিয়ে কোনও বিতর্ক নেই। পিচ নিয়ে কোনও অসঙ্গতিও নেই। এমনকী নতুন পিচ দিতে হবে, এমন কোনও নিয়মও নেই। 

Advertisement

[আরও পড়ুন: ‘রোহিতই নন, আর একজনও বিশ্বজয়ের ভাষণের প্রস্তুতি নিচ্ছেন’, মোদিকে খোঁচা মহুয়ার!]

তবে পিচ নিয়ে বিতর্কের চোরাস্রোত থেকেই গিয়েছে ক্রিকেটমহলে। এহেন পরিস্থিতিতে জানা গেল, ব্যবহৃত পিচেই বিশ্বকাপ ফাইনাল খেলা হবে। সাংবাদিক সম্মেলনে এসে প্যাট কামিন্স জানান, গত ১৪ অক্টোবর যে পিচে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হয়েছিল সেখানেই ফাইনাল খেলা হবে। তার পরেই পিচের চরিত্র নিয়ে প্রশ্ন ধেয়ে আসে অজি অধিনায়কের দিকে।

যাবতীয় বিতর্কে জল ঢেলে কামিন্স বলেন, “পিচ নিয়ে খুব একটা বেশি কিছু বুঝি না আমি। তবে পিচ বেশ শক্ত রয়েছে। ম্যাচের আগে আরও ২৪ ঘণ্টা বাকি, তার পর পিচের চরিত্র বোঝা যাবে। তবে আপাতত বেশ ভালো পিচ বলেই মনে হচ্ছে।” যদিও প্রথম থেকেই পিচ নিয়ে বেশি কিছু বলতে চাননি অজি অধিনায়ক। সেমিফাইনাল খেলার আগেও তিনি বলেছিলেন, পিচ নিয়ে আইসিসির সিদ্ধান্তের উপর পূর্ণ আস্থা রয়েছে।

[আরও পড়ুন: ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের আসরে থাকবেন মোদি, পালটা তোপ তৃণমূলের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement