Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: ‘ক্রিকেট নয়, অন্য কিছু চলছে’, বিশ্বকাপে ব্যর্থ ইংল্যান্ডকে তোপ মর্গ্যানের

বিশ্বকাপজয়ী অধিনায়কের কথায় সাফাই দিয়েছেন ইংল্যান্ডের কোচ।

ICC World Cup 2023: Eoin Morgan slams England team, coach reacts | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 30, 2023 1:34 pm
  • Updated:October 30, 2023 7:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট নয়, অন্যকিছু চলছে ইংল্যান্ড দলের (England Cricket Team) মধ্যে। বিশ্বকাপের ব্যর্থতার মধ্যেই ব্রিটিশ দলের একতা নিয়ে প্রশ্ন তুলে এইভাবেই তোপ দেগেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক অইন মর্গ্যান (Eoin Morgan)। তবে প্রাক্তনের ক্রিকেটারের এই মন্তব্যের পালটা দিয়েছেন ইংল্যান্ডের কোচ ম্যাথু মট। ভারতের কাছে হারের পর তিনি বলেন, খারাপ পারফরম্যান্স হলেও দলের মধ্যে একতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই।

চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) হতশ্রী পারফরম্যান্স ইংল্যান্ডের। একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে জিততে পেরেছে জস বাটলারের দল। তার পরে একের পর এক ম্যাচে ইংল্যান্ডকে কার্যত দুরমুশ করেছে প্রতিপক্ষরা। রবিবারও ভারতের বিরুদ্ধে ১০০ রানের ব্যবধানে হেরেছে ব্রিটিশ বাহিনী। ওয়ানডে ও টি-টোয়েন্টি, দুই বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এমন দুর্দশা কেন, তা নিয়ে জোর বিতর্ক ক্রিকেট মহলে। ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর সেই বিতর্কের আগুনে ঘি পড়েছে।

Advertisement

[আরও পড়ুন: আলোর রোশনাইয়ে ফুটে উঠল সেরা ফিল্ডারের নাম, কার গলায় ‘সোনার’ মেডেল?]

রবিবারের ম্যাচে ইংল্যান্ডের আত্মসমর্পণের পরেই ক্ষোভে ফেটে পড়েন গতবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গ্যান। তবে ক্রিকেট খেলা নয়, মর্গ্যান তোপ দেগেছেন ইংল্যান্ড দলের মানসিকতাকে। ম্যাচের পর তিনি বলেন, “আমার মনে হয় দলের মধ্যে ক্রিকেট নয়, অন্য কিছু একটা চলছে। অবশ্যই কোনও একটা সমস্যা চলছে ইংল্যান্ড দলের মধ্যে।”

তার পরেই সাংবাদিক সম্মেলনে এসে এই মন্তব্য ঘিরে প্রশ্নের মুখে পড়েন ইংল্যান্ডের কোচ। তবে মর্গ্যানের দাবি একেবারে উড়িয়ে দেন মট। তিনি বলেন, “মর্গ্যানের নিজস্ব মতামত থাকতেই পারে। কিন্তু আমাদের শিবিরের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে তাঁরা জানেন, খারাপ পারফরম্যান্স সত্ত্বেও দলের মধ্যে দারুণ বোঝাপড়া রয়েছে।” প্রসঙ্গত, বিশ্বকাপে এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে ইংল্যান্ডের। 

[আরও পড়ুন: ‘সর্বোচ্চ গুরুত্ব’, কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় সেনাদের পরিবারকে আশ্বাস বিদেশমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement