সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023 SA vs AUS) চলাকালীনই ডিআরএস (DRS) নিয়ে তুমুল বিতর্ক শুরু হল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া (Australia) বনাম দক্ষিণ আফ্রিকা (South Africa) ম্যাচে স্টিভ স্মিথ ও মার্কাস স্টইনিসের আউট নিয়ে চলছে বিরাট জলঘোলা। দুই ক্ষেত্রেই মাঠে থাকা আম্পায়ারের মনে হয়েছিল ব্যাটার আউট হননি। তবে ডিআরএস নেওয়ার আউটের সিদ্ধান্ত ঘোষণা করেন তৃতীয় আম্পায়ার। সেখান থেকেই প্রশ্ন ওঠে, তাহলে কি বিশ্বকাপে ভুল রিভিউ দেখাচ্ছে ডিআরএস?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান তাড়া করতে গিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ে অজি ব্যাটিং। তবে ম্যাচ চলাকালীনই প্রশ্ন উঠতে থাকে ডিআরএস নিয়ে। প্রথমে বিতর্কে বাঁধে স্টিভ স্মিথের আউট নিয়ে। অজি ব্যাটারের প্যাডে গিয়ে আছড়ে পড়ে কাগিসো রাবাডার ডেলিভারি। অভ্যাসবশতই আউটের জন্য আবেদন করেন তিনি। তবে অন ফিল্ড আম্পায়ার আউট দেননি। ডিআরএস নিয়ে দেখা যায় বল স্টাম্পে লেগেছে।
এই ডিআরএস নিয়েই শুরু হয়েছে তুমুল সমালোচনা। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করেছেন, বলটি স্টাম্পে লাগার কোনও সম্ভাবনাই ছিল না। তাঁদের সঙ্গে খানিকটা সহমত পোষণ করেছেন রাবাডা স্বয়ং। ম্যাচের পরে তিনি বলেন, “আমি ভেবেছিলাম হয়তো আম্পায়ারস কল হতে পারে। সেই ভেবেই রিভিউ নিতে বলেছিলাম। তবে রিভিউতে আউট দেখে বেশ চমকে গিয়েছিলাম। এবার প্রযুক্তি আমাদের পাশেই ছিল।”
স্মিথের আউট ছাড়াও বিতর্ক শুরু হয় মার্কাস স্টইনিসের ডিসমিসাল নিয়েও। ব্যাটের হাতল ছুঁয়ে উইকেটকিপারের গ্লাভসে বল জমা পড়ে। আম্পায়ার মনে করেছিলেন বল ও ব্যাটের মধ্যে কোনও সম্পর্ক ছিল না। কিন্তু ডিআরএসে স্পাইক দেখা গিয়েছে। ডিআরএস দেখে অবাক হয়ে যান আম্পায়ার নিজেও। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি ভুল রিভিউ দেখানো হচ্ছে বিশ্বকাপে?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.