Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: ‘হামলা’র জন্য আটক করা হতে পারে! শামিকে নিয়ে কেন এমন পোস্ট দিল্লি পুলিশের?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত বোলিং শামির।

ICC World Cup 2023: Delhi Police make hilarious tweet on Mohammed Shami performance | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 15, 2023 11:53 pm
  • Updated:November 15, 2023 11:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিপক্ষ ব্যাটিং লাইন আপের উপর দিয়ে ‘বিপজ্জনক’ গতিতে চলেছে ‘শামি এক্সপ্রেস’। তারকা পেসারের দাপটে ছিন্নভিন্ন হয়ে গিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। একাই সাত উইকেট তুলে নিয়েছেন মহম্মদ শামি। তার পরই দিল্লি পুলিশের আশঙ্কা, শামিকে (Mohammad Shami) কি গ্রেপ্তার করা হবে? শাস্তি দিতে চাইবে মুম্বই পুলিশ (Mumbai Police)? ব্যাপারটা ঠিক কী?

বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপ (ICC World Cup 2023) সেমিফাইনালে বিধ্বংসী বোলিং করেন শামি। সাত উইকেট নেওয়ার পাশাপাশি মাত্র ৫৭ রান দেন। কার্যত একাই শেষ করে দেন নিউজিল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন। তার পরেই শামিকে নিয়ে মজার টুইট করে দিল্লি পুলিশ (Delhi Police)। ‘আশঙ্কা’ প্রকাশ করে টুইটে লেখা হয়, “মুম্বই পুলিশ, আশা করি হামলা চালানোর জন্য আপনারা আজ শামিকে আটক করবেন না।”

Advertisement

[আরও পড়ুন: ‘সিম্বা’ বিরাট আজ ‘লায়ন কিং’, ‘মুফাসা’ শচীন দেখলেন সম্রাটের দাপট]

বিশ্বকাপে ভারতীয় বোলার হিসাবে সেরা পারফরম্যান্স করার পরই শামিকে নিয়ে মিমের বন্যা বয়ে যায় নেটদুনিয়ায়। কলকাতা পুলিশও লেখে ‘শামি-ফাইনাল’ জিতেছে ভারত। শামি বন্দনায় শামিল হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইটে বলেন, “শুধু এই ম্যাচ নয়, গোটা বিশ্বকাপেই শামি যেভাবে বোলিং করেছে, তা ক্রিকেটপ্রেমীরা বহুদিন উপভোগ করতে পারবেন।” শামিকে ‘সুপার সেভেন’ তকমাও দিয়েছেন অনেকে।

প্রসঙ্গত, কিউয়িদের বিরুদ্ধে সাত উইকেট নিয়ে বিশ্বকাপের জোড়া নজিরের মালিক হলেন শামি। ভারতীয় হিসাবে বিশ্বকাপের এক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট। ভারতীয় হিসাবে সেরা বোলিং পারফরম্যান্স। পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশিবার এক ম্যাচে পাঁচ উইকেট। চারটি ম্যাচে পাঁচ উইকেট তুলেছেন শামি, তার মধ্যে চলতি বিশ্বকাপেই তিনবার। চলতি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকাতেও উপরের দিকে উঠে এলেন।  

[আরও পড়ুন: World Cup 2023: ম্যাঞ্চেস্টারের বদলা মুম্বইয়ে, ধোনির কান্না জুড়োল রোহিতের হাসিতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement