সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় বিশ্বকাপের (ICC World Cup 2023) সেমিফাইনাল খেলবে ভারত ও পাকিস্তান? এমন সম্ভাবনা দেখছেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন। ক্রিকেটপ্রেমীদের মতামত জানতে চেয়ে টুইটও করেছেন। তবে এখনই পাকিস্তানকে নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করতে নারাজ শোয়েব আখতার। তাঁর মতে, এই সম্ভাবনার চাপে পড়ে অতীতে অনেকবার খারাপ পারফর্ম করেছে পাক দল। তবে কলকাতায় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan), এমনটা আশা করছেন ক্রিকেটপ্রেমীদের অনেকেই। তবে বাস্তবে এই ম্যাচ হওয়ার নেপথ্যে রয়েছে জটিল অঙ্ক।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিউজিল্যান্ডের বড় ব্যবধানে হারের পর হাসি ফুটেছে পাক ক্রিকেটপ্রেমীদের মুখে। সেমিফাইনালের লড়াইয়ে প্রথম তিনটি দল প্রায় নিশ্চিত। ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া- সেমিফাইনালে কার্যত উঠে গিয়েছে এই তিন দল। বুধবার নিউজিল্যান্ডের হারের পর পয়েন্ট টেবিলের চার নম্বর দল হওয়ার লড়াইয়ে ঢুকে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তান। খুব কঠিন অঙ্ক থাকা সত্ত্বেও এখনও টিমটিম করছে পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনা।
৬ পয়েন্ট করে পেয়ে কালো জার্সিধারীদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পাকিস্তান ও আফগানিস্তান। এখনও তিনটি ম্যাচ বাকি রয়েছে আফগান ব্রিগেডের। পাকিস্তানের বাকি দুটি ম্যাচ। ফলে ১০ পয়েন্টে পৌঁছনোর সম্ভাবনা রয়েছে দুই দলেরই। নিউজিল্যান্ড পরের ম্যাচগুলোতে পয়েন্ট নষ্ট করলে এই দুই দলের সামনে শেষ চারে যাওয়ার সুযোগ আরও উজ্জ্বল হতে পারে। পাকিস্তান সেমিফাইনালে উঠলে ভারতের বিরুদ্ধে ইডেনে খেলা হতে পারে।
সেই সম্ভাবনা উসকে দিয়েই টুইট করেন ভন। ক্রিকেটপ্রেমীদের কাছে জানতে চান, ” কাদের মনে হচ্ছে কলকাতায় ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল হবে?” ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়কের টুইটে মজার উত্তর দেন শোয়েব আখতার। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের জবাব, “এরকম ভবিষ্যদ্বাণীর চাপে পড়ে অতীতে আমরা অনেকবার সমস্যায় পড়েছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.