সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মধ্যে ফের বয়কট গ্যাংয়ের দাপাদাপি। সোজা ভারত-পাক ম্যাচ বয়কটের দাবি তুলে দিলেন নেটিজেনদের একাংশ। কারণ, মাসখানেক আগে অনন্তনাগে জঙ্গিদের গুলিতে সেনা জওয়ানদের মৃত্যু। সেই ঘটনা নতুন করে তুলে ধরে নেটিজেনদের একাংশ বলা শুরু করেছে, শত্রু দেশের সঙ্গে কোনও খেলাধুলো নয়। বিশ্বকাপ (ICC Cricket World Cup) কখনওই সেনা জওয়ানদের থেকে বড় হতে পারে না।
বুধবার আহমেদাবাদে পৌঁছেছে পাক দল। সেখানে বাবর আজম, রিজওয়ানদের জন্য রাজকীয় অভ্যর্থনার আয়োজন করা হয়। গুজরাটি লোকসংগীতের সঙ্গে শিল্পীদের নাচ, এবং তাঁর মধ্য দিয়ে বাবর আজমরা (Babar Azam) হোটেলে প্রবেশ করছেন। তেমন একটি ভিডিও-ও ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। নেটিজেনদের একাংশের বক্তব্য, যে দেশের জঙ্গিরা ভারতে ঢুকে আমাদের সেনা জওয়ানদের খুন করছে, সেই দেশের ক্রিকেটারদের এত অভ্যর্থনা কীসের।
What BCCI and Jay Shah have done in the honor of Pakistan team will not be tolerated at all.
Our soldiers are fighting bravely against Pakistan supported terrorists on the border.
#BoycottIndoPakMatch#BoycottIndoPakMatchpic.twitter.com/VvQY8HVP1w
— GURMEET (@GURmeetG9) October 13, 2023
हम नहीं सुधरेगे #BoycottIndoPakMatch pic.twitter.com/s8DCIiuF4l
— aman rav (@amanrav20) October 12, 2023
কারও কারও আবার বক্তব্য, শত্রু দেশের সঙ্গে কোনওরকম খেলাধুলোয় মেনে নেওয়া যায় না। যেভাবে পাক ক্রিকেটারদের নিয়ে ভারতীয় বোর্ড (BCCI) ‘আদিখ্যেতা’ করছে, সেটাও মেনে নেওয়া যায় না বলে মত নেটিজেনদের।
Cricket match is nothing infront of our Soldiers.
Enemies are always enemy.
Pakistani doesn’t deserve this type of welcome.#BoycottIndoPakMatch #INDvsPAK #IndiaVsPakistan #AUSvsSA #INDvPAK #INDvsAFG #INDvAFG #RohitSharma #TrainAccident #ViratKohli #BoycottIndoPakMatch pic.twitter.com/is3V7w8j67
— VIKAS DABRIYA (@dabriya_vikas) October 13, 2023
Shame on you @arijitsingh @Shankar_Live and @Sukhwindermusic that you will be singing for the Pakistani for the money #BoycottIndoPakMatch #BoycottBCCI pic.twitter.com/0p1060nJaF
— Ashish Gurjar (@SirAshu2002) October 13, 2023
উল্লেখ্য, দু দেশের মধ্যেকার রাজনৈতিক পরিস্থিতির জন্য ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ এমনিতেই বন্ধ। আইসিসি (ICC) বা বহুদেশীয় টুর্নামেন্টেই একমাত্র দু দেশের প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। কিন্তু এবারের বিশ্বকাপেও পাক ক্রিকেটারদের ভারতে আসা নিয়ে একটা সময় রীতিমতো সংশয় ছিল। সেসব সংশয় কাটিয়ে বাবররা ভারতে এসেছেন বিশ্বকাপ খেলতে। সব ঠিক থাকলে শনিবার আহমেদাবাদে ভারত-পাক মহারণ হওয়ার কথা। কিন্তু সেই ম্যাচও বয়কটের ডাক দিচ্ছেন নেটিজেনরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.