Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: হার্দিকের পর এবার চোট সূর্যর! নিউজিল্যান্ড ম্যাচে ঈশানকে পাওয়া নিয়েও সংশয়

ভারতীয় দল যেন রাতারাতি বদলে গেল হাসপাতালে!

ICC World Cup 2023: Big blow for Team India, Ishan Kishan & Suryakumar Yadav doubtful for IND vs NZ | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:October 21, 2023 8:32 pm
  • Updated:October 21, 2023 8:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হার্দিক পাণ্ডিয়া, সূর্যকুমার যাদব, ঈশান কিষান (Ishan Kishan) এবং রবীন্দ্র জাদেজা। নামগুলো পড়ে নিন পাঠক। রবিবার মহাষ্টমীর বিকালে ভারত যখন দুর্দান্ত ফর্মে থাকা নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামবে তখন এদের প্রত্যেকের মাথার উপর একটি করে প্রশ্নচিহ্ন থাকবে। কেন? কারণ এরা প্রত্যেকেই রবিবারের ম্যাচে কোনও না কোনও কারণে অনিশ্চিত। কী হৃদকম্প বেড়ে গেল তো? বাড়াটাই স্বাভাবিক। যে দলটাকে দিন দুই আগেও অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, রাতারাতি সেই দলটাই যেন হাসপাতাল। পরিস্থিতি এমনই যে রবিবার প্রথম একাদশে কাদের কাদের খেলানো হবে সেটা নিয়ে রীতিমতো চুল ছেঁড়াছিঁড়ি করতে হচ্ছে টিম ইন্ডিয়ার (Team India) থিঙ্ক ট্যাঙ্ককে।

হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) বাংলাদেশ ম্যাচেই চোট পেয়েছিলেন। দলের সঙ্গে ধরমশালাতেও যাননি তিনি। রবিবার তাঁর খেলার প্রশ্নই নেই। তাঁর বদলে যার খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি সেই সূর্যকুমার যাদবও এবার চোটের কবলে। শনিবার ধরমশালায় ভারতের অনুশীলনের সময় চোট পেয়েছেন সূর্য। ভারতীয় শিবির সূত্রের খবর নেটে থ্রো ডাউন নেওয়ার সময় একটি জোরাল বল সোজা এসে লাগে সূর্যর ডানহাতের কবজিতে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় কাতর হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটের মিস্টার ৩৬০। বেশ কিছুক্ষণ মেডিক্যাল টিম তাঁর সঙ্গে কথা বলে। অনুশীলন ছেড়ে সঙ্গে সঙ্গেই উঠে যান সূর্য। তাঁর চোট কতটা গুরুতর এখনও জানা যায়নি। তবে রবিবার তাঁর খেলা নিয়ে ভালোরকম সংশয় তৈরি হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: হার্দিকের অভাব কতটা ভোগাবে ভারতকে? বিকল্প পরিকল্পনাই বা কী? মুখ খুললেন দ্রাবিড়]

সূর্য যদি না খেলতে পারেন, তাহলে অবধারিতভাবেই হার্দিকের জায়গায় খেলার কথা ঈশান কিষানের (Ishan Kishan)। দাঁড়ান পাঠক। ঈশান কিষানও তো সুস্থ নেই। শনিবার ধরমশালাতে অনুশীলন চলাকালীনই ঈশানের সঙ্গে অঘটন ঘটে গিয়েছে। ভারতীয় দলের উইকেটরক্ষককে নাকি কামড়ে দিয়েছে মৌমাছিতে। সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিমের সদস্যদের সঙ্গে কথা বলে নেট ছেড়েছেন তিনি। শোনা যাচ্ছে ঈশানও নাকি সুস্থ নন। তবে দরকার পড়লে তাঁকে রবিবার খেলানো হবে কিনা সেটা ঠিক হবে রবিবারই।

[আরও পড়ুন: বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ধোনির কাছ থেকে কোন টিপস পেলেন রশিদ?]

এবার আসা যাক, সেই নামে যা শুনলে হৃদকম্প আরও বাড়তে পারে ভারতীয় শিবিরের। তিনি রবীন্দ্র জাদেজা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ব্যাট করার সময় হালকা অস্বস্তি বোধ করছেন জাদেজাও। ভারতীয় মেডিক্যাল টিমের এক সদস্যকে উদ্ধৃত করে এই খবর জানিয়েছে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম। তবে তিনি একই সঙ্গে জানিয়ে দিয়েছেন রবিবার জাদেজার খেলা নিয়ে কোনও সংশয় নেই। সেটাই যা স্বস্তির খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement