Advertisement
Advertisement

Breaking News

ICC World Cup 2023

ICC World Cup 2023: নেদারল্যান্ডসের কাছে ধরাশায়ী টাইগাররা, হতাশায় নিজেকেই জুতোপেটা বাংলাদেশ সমর্থকের!

আসলে শাকিবদেরই জুতোপেটা করা উচিত, মন্তব্য ভক্তের।

ICC World Cup 2023: Bangladesh fan beats himself with shoe after loss against Netherlands | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 29, 2023 7:09 pm
  • Updated:October 29, 2023 7:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধারে-ভারে অনেক পিছিয়ে থাকা নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে লজ্জার হার। বিশ্বকাপের (ICC World Cup 2023) মঞ্চে সেই পরাজয় মেনে নিতে পারেননি বাংলাদেশের (Bangladesh) সমর্থকরা। তাই মাঠে দাঁড়িয়ে নিজেকেই জুতোপেটা করলেন তাঁদের একজন। ক্রিকেটপ্রেমীর দাবি, আসলে বাংলাদেশের ক্রিকেটারদের জুতো দিয়ে মারা উচিত। সেটা সম্ভব হচ্ছে না বলেই নিজেকে মারছেন। শনিবারের ইডেন ম্যাচ চলাকালীন এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

চলতি বিশ্বকাপে একেবারে হতশ্রী পারফরম্যান্স বাংলাদেশের। একমাত্র আফগানিস্তানের বিরুদ্ধে জয় ছাড়া প্রত্যেক ম্যাচেই হেরেছেন শাকিব আল হাসানরা। তবুও প্রিয় দলের হয়ে গলা ফাটাতে সীমান্ত পেরিয়ে কলকাতায় এসেছেন প্রচুর বাংলাদেশি। মাঠে গিয়ে খেলা দেখছেন তাঁরা। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলের লজ্জাজনক পারফরম্যান্স মেনে নিতে পারেননি তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: শূন্যতে ফিরে ‘আইকন’ শচীনের কোন রেকর্ডে ভাগ বসালেন বিরাট?]

ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ইডেনে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন এক বাংলাদেশি ভক্ত। তাঁর মতে, “জুতো দিয়ে পেটানো উচিত ওদের। বড় দলের কাছে হারলে সেটা মেনে নেওয়া যায়। কিন্তু নেদারল্যান্ডসের বিরুদ্ধেও হার? শাকিব, মুশফিকুর ওদের সবাইকে জুতোপেটা করা উচিত। তবে আপাতত আমি ওদের হয়ে নিজেকেই মারছি।” এই কথা বলতে বলতেই জুতো দিয়ে নিজের মুখে মারতে থাকেন ওই ব্যক্তি।

ভিডিওর শেষে দেখা যায় বাংলাদেশের আরেক ভক্তকে। হতাশা লুকিয়ে রাখতে পারেননি তিনিও। হোটেলে ঘর না পেয়ে, অনেক কষ্ট করে কলকাতায় খেলা দেখতে এসেছেন বাংলাদেশের ভক্তরা। তার পরেও দলের এই পারফরম্যান্স দেখে ম্যাচ শেষ হওয়ার আগেই ইডেন ছেড়েছেন দর্শকরা। প্রসঙ্গত, নেদারল্যান্ডসের কাছে ৮৭ রানে হেরে পয়েন্ট তালিকায় নবম স্থানে রয়েছে বাংলাদেশ।

[আরও পড়ুন: ব্যাটিং ব্যর্থতার পরেও ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের লড়াই, ‘ছয়ে ছয়’ করতে পারবে টিম ইন্ডিয়া?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement