সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশ হিসাবে পাকিস্তান এখন খাদের কিনারে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, সবেতেই চরম সংকট। আর এই সংকটের মধ্যে যে ক্রিকেট থেকে স্বস্তি খোঁজেন সাধারণ পাকিস্তানিরা, সেই ক্রিকেট দলের অবস্থাও তথৈবচ। গোটা দেশের মতো সময়টা ভাল যাচ্ছে না পাক ক্রিকেট দলেরও। প্রথমে এশিয়া কাপে (Asia Cup) ফাইনাল খেলতে না পারা, তার পর বিশ্বকাপ থেকেও কার্যত ছিটকে যাওয়া। এই দুই ঘটনা নাকি রীতিমতো দ্বিধাবিভক্ত করে দিয়েছে পাকিস্তান দলের ড্রেসিংরুমকে। এমনটাই খবর পাক সংবাদমাধ্যম সূত্রের।
পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পর ড্রেসিংরুমের অন্দরে তিক্ত পরিবেশ তৈরি হয়েছে। দল নাকি দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। একদিকে অধিনায়ক বাবর আজম (Babar Azam)। অন্যদিকে শাহিন আফ্রিদি। জানা গিয়েছে, হারের পর সাজঘরে গিয়েই সিনিয়র ক্রিকেটারদের মতো রীতিমতো বকাবকি শুরু করে দেন। শাহিন ইচ্ছা করে ম্যাচ হারিয়েছেন বলেও নাকি অভিযোগ করেন বাবর।
পাক সংবাদমাধ্যমের খবর বাবর মনে করছেন, বিশ্বকাপের (ICC World Cup 2023) ইতিহাসে তিনি যাতে পাকিস্তানের সবচেয়ে খারাপ অধিনায়ক হিসাবে পর্যবসিত হন তার সব রকম চেষ্টা করা হচ্ছে। আর সেটা হচ্ছে শাহিনের (Shaheen Shah Afridi) নেতৃত্বে। দিন কয়েক আগেই শাহিনের দাদা বাবরকে তোপ দেগে বেশ কয়েকটি টুইট করেছিলেন। সেই টুইটেই বিতর্কের সূত্রপাত হয়। পরে অবশ্য পিসিবির তরফে বিবৃতি দিয়ে দাবি করা হয় দলের ড্রেসিংরুমে কোনও দ্বন্দ্ব নেই। কিন্তু সেই বিবৃতির পরও বিতর্ক কমছে না।
পাক সংবাদমাধ্যমের দাবি, শাহিন নাকি পাকিস্তানের পরবর্তী অধিনায়ক হওয়ার চেষ্টা চালাচ্ছেন। তাই তিনি দলে টানছেন অনেক সতীর্থকে। আর সেটা বাবর বুঝতেও পারছেন। তাতেই ঝামেলার সূত্রপাত। জল যেদিকে গড়াচ্ছে, তাতে বিশ্বকাপের পরেই পাক ড্রেসিংরুমে বড়সড় বদল আসতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.