Advertisement
Advertisement

Breaking News

একবছরে তিনবার বিশ্বজয়, দুবার ভারতকে হারিয়ে, বিশ্বক্রিকেটের সিংহাসনে অস্ট্রেলিয়াই

বিশ্বজয়ের ট্র্যাডিশন সমানে চলছে।

ICC World Cup 2023: Australia wins world cup title for third time in 2023 | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:November 20, 2023 10:46 am
  • Updated:November 20, 2023 1:30 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একবছরে তিন বার বিশ্বসেরার শিরোপা। বিশ্বজয়ী হওয়ার হ্যাটট্রিক করল অস্ট্রেলিয়া (Australia)। ২০২৩ সালেই ক্রিকেটের আলাদা ফরম্যাটে বিশ্বজয়ীর (ICC World Cup 2023) শিরোপা ব্যাগি গ্রিন ব্রিগেডের মাথায়। পুরুষ হোক বা মহিলা- আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাটেই দাপিয়ে বেড়িয়েছে হলুদ জার্সিধারীরা। প্রতিবারই ভারতকে হারিয়ে মিলেছে বিশ্বজয়ের স্বাদ। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে সবমিলিয়ে ২০বার বিশ্বসেরা হয়েছে অস্ট্রেলিয়ার মহিলা ও পুরুষ দল।

চলতি বছরে অজিদের জয়যাত্রা শুরু হয়েছিল মহিলাদের হাত ধরে। সদ্য অবসর নেওয়া মেগ ল্যানিংয়ের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামে অজিদের মহিলা দল। গ্রুপ পর্ব থেকে ফাইনাল-টানা ৬টি ম্যাচ জেতেন তাঁরা। সেমিফাইনালে ভারতের মুখোমুখি হন ল্যানিংরা। একটা সময় প্রবল চাপে পড়লেও দুরন্ত কামব্যাক করে অজি বোলিং। মাত্র ৫ রানে ভারতকে হারিয়ে ফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। অবশেষে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ ল্যানিংয়ের হাতে।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বজয়ের উচ্ছ্বাস ছেড়ে বিরাটকে সান্ত্বনা ম্যাক্সওয়েলের, অজি তারকাকে উপহার কোহলির]

মহিলাদের সাফল্যের পর ট্রফি জেতার তালিকায় ঢুকে পড়ল অজি পুরুষ দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের মুখোমুখি প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। তার আগেই বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের কাছে হেরে অজিরা প্রায় খোঁচা খাওয়া বাঘ। ট্রাভিস হেডের দাপটে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উড়িয়ে দিল অজিরা। টানা দুবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও ট্রফি আসেনি ভারতের হাতে।

অস্ট্রেলীয় বিক্রমের তালিকায় শেষ সংযোজন ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টের শুরুতে টানা দুই ম্যাচে হেরেছিল প্যাট কামিন্সের দল। অনেকেই ভেবেছিলেন, বিশ্বকাপে বেশিদূর যেতে পারবে না অস্ট্রেলিয়া। কিন্তু মোক্ষম সময়ে ঘুরে দাঁড়িয়েছে ব্যাগি গ্রিন ব্রিগেড। টানা আট ম্যাচ জিতে বিশ্বকাপের ফাইনালে। তার পর ঘরের মাঠে ভারতকে উড়িয়ে ষষ্ঠবারের জন্য বিশ্বকাপ জয়। অজি ক্রিকেটের ইতিহাসে সোনার অক্ষরে লেখা রইল ২০২৩। 

Advertisement

[আরও পড়ুন: ‘শক্তিশালীদের বিরুদ্ধে হেরেছ, মাথা উঁচু রাখ’, স্বপ্নভঙ্গের পর রোহিতদের সান্ত্বনা শচীন-গাভাসকরদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ