Advertisement
Advertisement
ICC World Cup 2023

ICC World Cup 2023: আগের ৩ বিশ্বকাপে নির্ভুল ভবিষ্যদ্বাণী, এবার চ্যাম্পিয়ন কে? জানালেন জ্যোতিষী 

বৈজ্ঞানিক পরিসংখ্যান প্রকাশ করে দাবি জ্যোতিষীর।

ICC World Cup 2023: Astrologer picks India as favourite to win World Cup | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:October 4, 2023 2:56 pm
  • Updated:October 4, 2023 2:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৩ সালের বিশ্বকাপ (ICC World Cup 2023) জিতবে কে? মেগা টুর্নামেন্ট শুরুর আগে তা নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি এবার আলোচনা শুরু হয়েছে জ্যোতিষ বিজ্ঞান নিয়েও। সেখানেই বিখ্যাত জ্যোতিষী গ্রিনস্টোন লোবো সাফ জানিয়েছেন, ২০২৩ সালের বিশ্বকাপ ট্রফি উঠবে রোহিত শর্মার (Rohit Sharma) হাতেই। কেন ভারতই (Indian Cricket Team) বিশ্বকাপ জিতবে, তার বৈজ্ঞানিক পরিসংখ্যানও তুলে ধরেছেন ২৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন এই জ্যোতিষী। প্রসঙ্গত, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের ফলাফলও নির্ভুলভাবে মিলিয়ে দিয়েছিলেন লোবো। 

কোন যুক্তিতে বিশ্বকাপ (CWC 2023) জিততে পারে ভারত? এই প্রশ্নের উত্তর দিতে দীর্ঘ পরিসংখ্যান তুলে ধরেছেন লোবো। তাঁর হিসাব অনুযায়ী, সাম্প্রতিক দুই বছরে আয়োজিত খেলার টুর্নামেন্টগুলিতে যারা চ্যাম্পিয়ন হবে তাদের জন্মসাল ১৯৮৭। লোবোর এই হিসাবে ২০২২ ও ২০২৩ সালের একাধিক টুর্নামেন্টের উল্লেখ রয়েছে। তার মধ্যে অন্যতম ২০২২ সালের ফুটবল বিশ্বকাপও। প্রসঙ্গত, ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপেও লোবো ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারতই ট্রফি জিতবে। ২০১৫ ও ২০১৯ সালের বিশ্বকাপেও তাঁর পরিসংখ্যান মিলেছে। 

Advertisement

[আরও পড়ুন: ‘আমি ক্যাপ্টেন হলে ওকেই সবার আগে রাখতাম’, কার কথা বলছেন ভাজ্জি?]

লোবোর সংখ্যাতত্ত্ব অনুযায়ী, ১৯৮৬ সালের জন্মগ্রহণ করা খেলোয়াড়রা ইতিমধ্যেই সাফল্য পেয়েছেন। কিন্তু এবার তাঁদের টপকে যাবেন ১৯৮৭ সালে জন্মানো খেলোয়াড়রা। কীভাবে কাজ করবে এই পরিসংখ্যান? দেখা যাচ্ছে, ১৯৮৬ সালে জন্মানো রাফায়েল নাদালকে টপকে গিয়েছেন ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা নোভাক জকোভিচ। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্ল্যাম জয়ের ক্ষেত্রে নাদালের রেকর্ড ভেঙে নতুন নজির গড়েছেন জকোভিচ।

একই ঘটনা ঘটেছে ২০২২ সালের ফুটবল বিশ্বকাপেও। বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা, যার নেতৃত্বে ছিলেন লিওনেল মেসি। তাঁর জন্মসাল ১৯৮৭। প্রসঙ্গত, ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিসের জন্ম হয় ১৯৮৬ সালে। তাঁকে টপকে গিয়েছেন মেসি। সেই একই যুক্তিতে ১৯৮৬ সালে জন্মানো অইন মর্গ্যানকে টপকে যাবেন ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা রোহিত শর্মা। যদিও ২০২৩ সালে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন ১৯৮৭ সালে জন্মগ্রহণ করা দুই অধিনায়ক। তাঁদের মধ্যে একজন শাকিব আল হাসান, অন্যজন রোহিত শর্মা। তবে লোবোর মতে, বাংলাদেশের দল সেরকম ভালো নয়। তাই ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ উঠবে ভারতের হাতেই।

[আরও পড়ুন: ‘আমি কোনও সাহায্য করতে পারব না’, কোহলির পোস্টের পরই কেন একথা বললেন অনুষ্কা?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement