সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি। এখন আর শুধুই একটা নাম নয়। এ নামে লুকিয়ে গোটা দেশের আবেগ, ভালবাসা, শ্রদ্ধা, অনুপ্রেরণা এবং সাফল্যের কাহিনি। ২৮ বছর পর ভারতকে বিশ্বজয়ের স্বাদ দিয়েছিলেন এই ব্যক্তি। দেশকে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেতাব উপহার দিয়েছিলেন। জিতিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিও। কিন্তু আজ তাঁর পারফরম্যান্স আতস কাচের নিচে। প্রশ্ন উঠছে কবে অবসর নেবেন ক্যাপ্টেন কুল? আর এমন আবহে আইসিসির একটি আবেগঘন ভিডিও ধোনির বিদায়ের জল্পনাকে যেন আরও খানিকটা উসকে দিল।
ধোনিকে নিয়ে তিন মিনিট বারো সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। যা দেখে যে কোনও ধোনিভক্তের তথা ভারতীয় সমর্থকের চোখের কোণ ভিজবে। ইংলিশ তারকা জস বাটলার থেকে বেন স্টোকস, বিরাট কোহলি থেকে জসপ্রিত বুমরাহ – প্রত্যেকেই ঋণী ধোনির কাছে। কেরিয়ারের প্রত্যেকটা মোড়ে মাহির থেকে কিছু না কিছু শিখেছেন তাঁরা। দলে তাঁর উপস্থিতি এখনও ঠিক কতটা গুরুত্বপূর্ণ, তাও নির্দ্বিধায় ব্যক্ত করলেন ভারত অধিনায়ক কোহলি। ভিডিওতে দেখানো হয়েছে, কীভাবে বিশ্বজুড়ে অগণিত ফ্যান আজও নিঃস্বার্থে কিংবদন্তি ধোনির বন্দনা করেন। কিন্তু প্রশ্ন হল একটাই। হঠাৎ শ্রীলঙ্কা ম্যাচের আগে এই ভিডিও কেন পোস্ট করল আইসিসি? অনেকে মনে করছেন, আগামিকাল রবিবার ধোনির জন্মদিন। হয়তো সেই কারণেই তৈরি এই স্পেশ্যাল ভিডিও। তাহলে তাঁর জন্মদিনেই সেটি কেন পোস্ট করা হল না? আর এখানেই শুরু জল্পনা। তবে কি বিদায় ঘণ্টা বেজেই গেল? ধোনি অবশ্য নিজে জানিয়েছিলেন, তিনি কবে অবসর নেবেন ঠিক নেই। কিন্তু অনেকে চাইছে, শ্রীলঙ্কার ম্যাচের পরই যেন তিনি সরে দাঁড়ান। তাই ধন্দ কিছুতেই কাটছে না।
তবে শুধুই আইসিসির ভিডিও নয়। বিশ্বকাপে একাধিক লোগো যুক্ত ব্যাট ব্যবহারও যেন ধোনির বিদায়ের ইঙ্গিত বহন করছে। বাংলাদেশ ও ইংল্যান্ডের বিরুদ্ধে ভিন্ন কোম্পানির লোগোর ব্যাটে খেলেছিলেন তিনি। প্রশ্ন ওঠে, তবে কি একাধিক স্পনসর পেয়েছেন ধোনি? না, তেমন কিছু নয়। আসলে ক্রিকেট কেরিয়ারে এতদিন তাঁকে যারা স্পনসর করেছে, তাদের ধন্যবাদ জানাতেই এমনটা করেছেন ধোনি। এমনকী, কোনও সংস্থার থেকে এর জন্য অর্থও নিচ্ছেন না। আর সেই জন্যই অনেকে মনে করছেন, কেরিয়ারের সায়াহ্নে এসেই কৃতজ্ঞতা জানাচ্ছেন ক্যাপ্টেন কুল।
🔹 A name that changed the face of Indian cricket
🔹 A name inspiring millions across the globe
🔹 A name with an undeniable legacyMS Dhoni – not just a name! #CWC19 | #TeamIndia pic.twitter.com/cDbBk5ZHkN
— ICC (@ICC) July 6, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.